For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ৭ জন করোনা আক্রান্ত, একদিনের দলে ডাক পেলেন ময়াঙ্ক, কাদের কী অবস্থা?

Google Oneindia Bengali News

তিন, চার বা পাঁচ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজের দলে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৭ জন করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছেন তিনজন ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই ক্রিকেটার। এই পরিস্থিতিতে রবিবার থেকে শুরু হতে চলা একদিনের সিরিজের দলে ডাক পেলেন কর্নাটকের ময়াঙ্ক আগরওয়াল।

আমেদাবাদেই পজিটিভ!

বিসিসিআইয়ের তরফে বুধবার রাতে জানানো হয়েছে তিনটি আরটি-পিসিআর পরীক্ষায় ভারতের তিন ক্রিকেটার-সহ মোট সাতজনের করোনা পজিটিভ এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনর সিরিজ ও টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলের সকলকে ৩১ জানুয়ারি আমেদাবাদে পৌঁছাতে বলা হয়েছিল। আমেদাবাদ রওনা হওয়ার আগে প্রত্যেককেই বাড়িতে আরটি-পিসিআর পরীক্ষা করাতেও নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় করোনা নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছিল। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে, আমেদাবাদ পৌঁছানোর আগে সকলেই করোনা নেগেটিভই ছিলেন।

ক্লোজড ডোর সিরিজ

ক্লোজড ডোর সিরিজ

করোনা পরিস্থিতিতে ক্রিকেট শুরুর পর এই প্রথম ক্রিকেটারদের চার্টার্ড বিমানে আমেদাবাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেনি বিসিসিআই। ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সাধারণ বিমানে চড়েই আমেদাবাদ পৌঁছাতে হয়। মনে করা হচ্ছে, সেই বিমানযাত্রা থেকেই করোনা সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। আগেই ঠিক রয়েছে, আমেদাবাদ থেকে কলকাতায় দুই দলকেই চার্টার্ড বিমানে করে নিয়ে আসা হবে। আমেদাবাদে যেমন গ্যালারিশূন্য স্টেডিয়ামে একদিনের সিরিজ হবে, তেমনই কলকাতাতেও ক্লোজড ডোর টি ২০ সিরিজই হতে চলেছে। কেন না, ভারতীয় দলে সংক্রমণ ছড়ানোর পর শ্রীলঙ্কা সিরিজের আগে কোনও ঝুঁকিই বিসিসিআই নেবে না।

কারা কবে আক্রান্ত?

কারা কবে আক্রান্ত?

বিসিসিআই জানিয়েছে, সোমবারই শিখর ধাওয়ান ও স্ট্যান্ডবাই ক্রিকেটার নভদীপ সাইনির আরটি-পিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফিল্ডিং কোচ টি দিলীপ ও সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বি লোকেশেরও সোমবারই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার ঋতুরাজ গায়কোয়াড়ের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টে দেখা যায় তিনিও করোনা পজিটিভ। প্রথম রাউন্ডের পরীক্ষায় ঋতুরাজের করোনা নেগেটিভ এসেছিল। ব্যাটার শ্রেয়স আইয়ার ও স্পোর্ট ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের আরটি-পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ আসে বুধবার। প্রথম দুই দফার পরীক্ষাতেই তাঁদের করোনা নেগেটিভ এসেছিল। বিসিসিআইয়ের মেডক্যাল টিম আক্রান্তদের দিকে নজর রাখছে। পুরো সুস্থ না হওয়া অবধি সকলেই আইসোলেশনে থাকবেন।

ময়াঙ্ক যাচ্ছেন আমেদাবাদ

ময়াঙ্ক যাচ্ছেন আমেদাবাদ

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়ার কথা। ওয়েস্ট ইন্ডিজ তিনদিনের নিভৃতবাস কাটিয়ে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে। করোনা আক্রান্তদের পক্ষে একদিনের সিরিজে আর খেলা সম্ভব নয়। ভারতের সহ অধিনায়ক লোকেশ রাহুলের বোনের বিয়ে। ফলে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে চিন্তা দেখা দেয়। এই আবহে কর্নাটকের ওপেনার ময়াঙ্ক আগরওয়ালকে ডাকা হলো। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, অলরাউন্ডার দীপক হুডা- এই পাঁচ ব্যাটার আগে ঘোষিত দলের মধ্যে সুস্থ রয়েছেন। ময়াঙ্ক বৃহস্পতিবারই আমেদাবাদ পৌঁছাবেন। তিন দিন নিভৃতবাসে থাকতে হবে। প্রথম ম্যাচের আগে তাই ময়াঙ্ক নিভৃতবাসের মেয়াদ কাটিয়ে উঠতে পারবেন।

(ছবি- বিসিসিআই টুইটার)

English summary
Mayank Agarwal Has Been Added To India’s ODI Squad After 3 Players Tested COVID-19 Positive. India Will Face West Indies On Sunday In Ahmedabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X