For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়াঙ্ক অর্ধশতরান পেলেও হতাশ হলেন পূজারা! মুম্বই টেস্টে ভারতের লিড ৪০০ ছাড়াল

Google Oneindia Bengali News

মুম্বই টেস্টে রানের পাহাড় গড়ছে ভারত। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের লিড ৪০৫ রানের। দ্বিতীয় ইনিংসে আপাতত ভারতের স্কোর ২ উইকেটে ১৪২ রান। শুভমান গিল ১৭ ও অধিনায়ক বিরাট কোহলি ১১ রানে অপরাজিত রয়েছেন।

ময়াঙ্ক অর্ধশতরান পেলেও হতাশ করলেন পূজারা!

৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৮ বলে ৬২ রান করে আউট হন ময়াঙ্ক আগরওয়াল। আজাজ প্যাটেলের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন তিনি। চেতেশ্বর পূজারা ৯৭ বলে ৪৭ রান করে আজাজের বলেই স্লিপে দাঁড়ানো রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পূজারার ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি ছয়। ভারতের যে মোট ১২ উইকেট পড়েছে, সব কটিই নিয়েছেন প্রথম ইনিংসে ১০ উইকেট পেয়ে নজির গড়া আজাজ প্যাটেল।

ময়াঙ্ক অর্ধশতরান পেলেও হতাশ করলেন পূজারা!

৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৮ বলে ৬২ রান করে আউট হন ময়াঙ্ক আগরওয়াল। আজাজ প্যাটেলের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন তিনি। চেতেশ্বর পূজারা ৯৭ বলে ৪৭ রান করে আজাজের বলেই স্লিপে দাঁড়ানো রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পূজারার ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি ছয়। ভারতের যে মোট ১২ উইকেট পড়েছে, সব কটিই নিয়েছেন প্রথম ইনিংসে ১০ উইকেট পেয়ে নজির গড়া আজাজ প্যাটেল।

প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে ভারত তিন শতাধিক রানের লিড পেয়ে গিয়েছিল। দিনের শেষে ভারতের স্কোর ছিল ২১ ওভারে বিনা উইকেটে ৬৯। এদিন ২৪.৩ ওভারে টিম সাউদির বলে আম্পায়ার লেগ বিফোর আউট দিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়ালকে। সঙ্গে সঙ্গে রিভিউ নেন তিনি। দেখা যায় বল তাঁর ব্যাটে লেগেছে। এরপর ৯০ বলে অর্ধশতরান পূর্ণ করেন ময়াঙ্ক। ভারতের দ্বিতীয় ইনিংসে ১০০ রান আসে ২৭.২ ওভারে। এই সময় ময়াঙ্ক ৫৭ ও পূজারা ৪১ রানে অপরাজিত ছিলেন। ৩২তম ওভারের প্রথম বলে আজাজ প্যাটেলের বলে দর্শনীয় চার মারার পরের বলেই ছক্কা হাঁকানোর চেষ্টায় ক্যাচ আউট হন ময়াঙ্ক। জলপানের বিরতিতে ভারতের স্কোর ছিল ৩৪ ওভারে ১ উইকেটে ৪৭। গতকাল ফিল্ডিংয়ের সময় কনুইয়ে চোট পেয়ে ব্যাট করতে না পারলেও এদিন তিনে ব্যাট করতে নামেন শুভমান গিল।

৩৪তম ওভারের শেষ বলে চেতেশ্বর পূজারার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আউট দেন আম্পায়ার নীতীন মেনন। পূজারা রিভিউ নেন। হক আই দেখায় বল উইকেটে লাগছে না। ৪৭ রানের মাথায় জীবন পান পূজারা। কিন্তু এরপর তিনি আর কোনও রান যোগ করতে পারেননি। সেই আজাজ প্যাটেলের পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন। ৪৪তম ওভারের দ্বিতীয় বলে আজাজ প্যাটেলের বলে বিরাট কোহলির বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিউয়িরা রিভিউ নিলেও লাভ হয়নি। তবে একাই বিপক্ষের ১২টি উইকেটের ১২টিই তুলে নিয়ে নজির গড়েছেন আজাজ প্যাটেল। ২১ ওভারে ৭টি মেডেন-সহ দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে তিনি ২টি উইকেট পেয়েছেন।

English summary
India's Lead Crosses 400 Runs Mark Before The Lunch Of Day 3 In Mumbai Test. Mayank Agarwal Hits Fifty And Pujara Misses Half Century For 3 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X