For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ২৪১, লুপে একই গান শুনে গিয়েছেন সচিন!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ২৪১, লুপে একই গান শুনে গিয়েছেন সচিন!

  • |
Google Oneindia Bengali News

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ফলে ড্র করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কিংবদন্তিরা ব্যাট হাতে বেশকিছু অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম সিডনিতে গ্রেট সচিন তেন্ডুলকরের অপরাজিত ২৪১। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা আরও একটি বর্ডার-গাভাসকর ট্রফির পূর্বে সেই ইনিংস নিয়ে স্মৃতিচারণ করলেন মাস্টার ব্লাস্টার। জানালেন এক অজানা তথ্য। এক গানর গল্প।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১

২০০৪ সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৭০৫ রান তুলেছিল মেন ইন ব্লু। সৌজন্যে সচিন তেন্ডুলকরের অপরাজিত ২৪১। ব্রেট লি, জেসন গিলেসপির মতো বোলারদের কার্যত ছাতু করে ওই ইনিংস ৩৩টি চার মেরেছিলেন মাস্টার ব্লাস্টার।

ধৈর্য্যের নাম সচিন

ধৈর্য্যের নাম সচিন

সিডনি টেস্টের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা, অ্যাডিলেড এবং মেলবোর্নে তিনটি টেস্ট খেলে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই তিন ম্যাচে সচিনের ব্যাট থেকে মাস্টার ব্লাস্টার সুলভ ইনিংস না পেয়ে কিছুটা হতাশই ছিলেন ক্রিকেট প্রেমীর। উল্টে কভার ড্রাইভ মারতে গিয়ে অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে একাধিকবার সাজঘরে ফেরার জ্বালায় জ্বলছিলেন লিটল মাস্টার। তাই সিডনি টেস্টে আরও বেশি ধৈর্যশীল হয়েছিলেন সচিন। ৪৩৬ বলে ২৪১ রানের ম্যারাথন ইনিংস খেলার সময় একটিও কভার ড্রাইভ আসেনি মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে। একের পর এক অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিয়েছিলেন সচিন। আর এখানেই তিনি অন্যান্যদের থেকে অন্য রকম।

সঙ থেরাপি

সঙ থেরাপি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ভাল কিছু করার জন্য ছটফট করছিলেন সচিন তেন্ডুলকর। তা বলে নিজের মনোসংযোগ হারাতে দেননি ক্রিকেটের ঈশ্বর। নিজেকে শান্ত রাখতে সিডনি টেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কেবল কিংবদন্তি ব্রায়ান অ্যাডামসের জনপ্রিয়তম 'সামার ৬৯' গান শুনে গিয়েছেন বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর। বলেছেন, লুপে ফেলে গানটি ভারতীয় ড্রেসিংরুম তো বটেই, অনুশীলন এবং প্রতিদিন ব্যাট করতে নামার আগের মুহূর্ত পর্যন্ত শুনতেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

১৭ ডিসেম্বর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অ্যাডিলড ওভালে দিন-রাতের ফর্ম্যাটে হবে এই টেস্ট ম্যাচ।

ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য কি পিছিয়ে যাবে আইপিএল ২০২১? কী বলছে বিসিসিআই?ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য কি পিছিয়ে যাবে আইপিএল ২০২১? কী বলছে বিসিসিআই?

English summary
Master Balster Sachin Tendulkar reveals his fondness for singer Bryan Adams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X