For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্নে ভারত-পাক দ্বৈরথের আগে মজার সাক্ষাৎকার দিলেন 'মারো মুঝে মারো' খ্যাত পাক সমর্থক

মেলবোর্নে ভারত-পাক দ্বৈরথের আগে মজার সাক্ষাৎকার দিলেন 'মারো মুঝে মারো' খ্যাত পাক সমর্থক

Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যেমন উত্তেজনার চোরাস্রোত খেলে যাচ্ছে, তেমনই দুই দেশের সমর্থকেরাও ভিতরে ভিতরে ফুটছেন 'মাদার অব অল ম্যাচেস'-কে ঘিরে। কিছু দিন আগেই এশিয়া কাপে জোড়া ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থেকেছে দুই দেশের সমর্থকেরা কিন্তু এই ম্যাচের মাহাত্ম্য় এমনই যে আশ মেটেনা। রোহিত শর্মা এবং বাবর আজম, দুই দলের দুই অধিনায়কই চান এই ম্যাচে ভর্তি গ্যালারির সামনে তাঁদের দেশ শ্রেষ্ঠত্বের প্রমাণ দিক।

মারো মুঝে মারো খ্যাত সমর্থক মোমিন সাকিবের ভবিষ্যৎবাণী:

মারো মুঝে মারো খ্যাত সমর্থক মোমিন সাকিবের ভবিষ্যৎবাণী:

কোন দেশ দাপট দেখাবে শেষ পর্যন্ত তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়, তবে মাঠের বাইরে দুই দলের সমর্থকেরা তৈরি হয়েই রয়েছেন এই ম্যাচের জন্য। এই ম্যাচের আগে 'মারো মুঝে মারো' খ্যাত পাক সমর্থক কমিডিয়ান মোমিন সাকিব জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ হল 'মাদার অব অল ম্যাচেস' এবং তিনি নিশ্চিত ভাবে মনে করেন বৃষ্টি এই হাইভোল্টেজ ম্যাচকে বিঘ্ন করবে না।

মারো মুঝে মারো খ্যাত সমর্থক আবারও শিরোনামে:

এএনআই-এর প্রকাশ করা একটি টুইটে দেখা যাচ্ছে সংবাদ সংস্থাটিকে তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, "অস্ট্রেলিয়া বহু দূর, আমরা যদি এত দূর আসতে পারি, তা হলে আপনি বুঝতে পারছেন এই টুর্নামেন্টকে ঘিরে কতটা উত্তেজনা রয়েছে। যখন ভারত-পাকিস্তান মুখোমুখি হয় তখন পুরো লাইমলাইট, প্রচার সবটাই এই ম্যাচকে ঘিরে থাকে, এটাকে বলা হয় মাদার অব অল ম্যাচেস।"

সমর্থকের বালতি নিয়ে আসার অনুরোধ:

এই ম্যাচকেঘিরে এতটাই উত্তেজিত সাকিব যে তিনি দুই দেশের সমর্থকদের কাছেইঅনুরোধ রেখেছেন মাঠে বালতি নিয়ে আসার জন্য। যাতে বৃষ্টি হলে আমরা নিজেরাই বালতি করে জল বাইরে ফেলতে পারি। এই কমিডিয়ান বলেছেন, "যে সকল সমর্থকেরা বৃষ্টি নিয়ে চিন্তা করছেন তাঁদের আমি বলেছি মাঠে বালতি নিয়ে আসতে। যাতে বৃষ্টি হলে আমরা নিজেরাই বালতি করে জল তুলে বাইরে ফেলে দেব। আপনি এখনকার আবহওয়া দেখুন। সূর্য বেরিয়েছে। যদি বৃষ্টিওহল আমরাইতা সংগ্রহ করে বাইরে ফেলে দেব।"

কী বলছে আবহাওয়ার রিপোর্ট:

কী বলছে আবহাওয়ার রিপোর্ট:

অ্যাকুওয়োরের মতে, ভারত-পাকিস্তান ম্যাচে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। ম্যাচেরম মাঝে এক কিংবা দুই বার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, যেই ম্যাচ দেখার জন্য এক লক্ষ্য সমর্থক মাঠে আসতে চলেছে সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কোনও সুযোগ নেই। গোটা বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা এবং উত্তেজনা রয়েছে সমর্থকদের মধ্যে তার শতগুণ বেশি উত্তেজনা এবং উন্মাদনা রয়েছে এই ম্যাচকে ঘিরে। গোটা টুর্নামেন্ট আইসিসিকে যে লাভ এনে দেয় তার ৮০ শতাংশ দেয় এই ম্যাচ।

নাটকীয় জয় রিয়ালের, বার্সার থেকে এগিয়ে গেল অনেকটাইনাটকীয় জয় রিয়ালের, বার্সার থেকে এগিয়ে গেল অনেকটাই

English summary
Maro Mujhe Maro Guy comedian Momin Saqib gives hilarious interview ahead of India vs Pakistan clash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X