নতুন দশকের প্রথম সেঞ্চুরিয়ান ও ডবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে পাতায় নাম লেখালেন লাবুশানে
নতুন দশকের প্রথম সেঞ্চুরিয়ান ও ডবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন মার্নাস লাবুশানে।
সিডনিতে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন লাবুশানে। দ্বিতীয় দিন এরপর দ্বিশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৬৩ বল থেকে ২১৫ রান করে আউট হন অস্ট্রেলিয়ান ডান হাতি।
২০১৯ সালে ব্যাট হাতে যেখানে শেষ করেছিলেন, ২০২০ সালে সেখান থেকেই যেন শুরু করলেন। বছর শুরুতে কেরিয়ারের প্রথম দ্বিশতরানটি হাঁকালেন লাবুশানে। মার্নাসের ২১৫ রানের ম্যামথ ইনিংসটি ১৯টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো রয়েছে। লাবুশানের এই শতরান নতুন দশকে কোনও ক্রিকেটারের করা প্রথম শতরান।

এর আগে ২০১৯ সালে ব্যাটে, লাবুশানের বছরটা দারুণ গিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারথে শতরান হাঁকিয়েছিলেন।টানা তিন টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি পেলে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও স্টিভ স্মিথের টানা চার টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছুঁতেন। শেষ পর্যন্ত মেলবোর্নে দুই ইনিংসে ব্যর্থ হলেও পরের টেস্ট সিডনিতে ব্যাটে ঝড়় তুললেন লাবুশানে। এই নিয়ে কেরিয়ারের শেষ ৭ ইনিংসে এটি লাবুশানের চতুর্থ শতরান।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">2️⃣1️⃣5️⃣<br><br>A well-deserved standing ovation for Marnus Labuschagne! <a href="https://twitter.com/hashtag/AUSvNZ?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvNZ</a> | <a href="https://t.co/rx14Qs3S0i">https://t.co/rx14Qs3S0i</a> <a href="https://t.co/CTFMpZepBY">pic.twitter.com/CTFMpZepBY</a></p>— cricket.com.au (@cricketcomau) <a href="https://twitter.com/cricketcomau/status/1213304860260519936?ref_src=twsrc%5Etfw">January 4, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>লাবুশানে ছাড়া অজিদের হয়ে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৬৩ রান করে আউট হন। মার্নাসের ব্যাটে অজিরা প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি ছাড়িয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Test average update 🤗<a href="https://twitter.com/hashtag/AUSvNZ?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvNZ</a> <a href="https://t.co/qDXfnhp31F">pic.twitter.com/qDXfnhp31F</a></p>— cricket.com.au (@cricketcomau) <a href="https://twitter.com/cricketcomau/status/1213273970864087041?ref_src=twsrc%5Etfw">January 4, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>