For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোহানেসবার্গে জানসেনের দাপট! টেনেটুনে ২০০ পেরিয়ে শেষ ভারতের প্রথম ইনিংস

Google Oneindia Bengali News

জোহানেসবার্গে ফের হতাশ করল ভারতীয় ব্যাটিং। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ঘণ্টায় কোনও উইকেট না হারালেও চা বিরতির ঘণ্টাখানেক পরেই শেষ ভারতের প্রথম ইনিংস। প্রথম সেশনে তিনটি, দ্বিতীয় সেশনে দুটি উইকেট পড়ার পর শেষ সেশনের জলপানের বিরতির আগেই পড়ল বাকি পাঁচটি উইকেট।

টেনেটুনে ২০০ পেরিয়ে শেষ ভারতের প্রথম ইনিংস

ভারত প্রথম ইনিংসে তুলেছে ২০২ রান। ১৫৭ রানে সাত উইকেট হারানোর পর মহম্মদ শামিকে নিয়ে ভালোই ব্যাটিং চালিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর ভারত দুশো পেরোতে সক্ষম হয় এই টেস্টে ভারতের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহর ব্যাটে ভর করে। রবিচন্দ্রন অশ্বিন ৫০ বলে ৪৬ রান করেন। বুমরাহ ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

মার্কো জানসেন চারটি এবং কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের তিনটি করে উইকেট দখল করেন।মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৩ উইকেটে ৫৩। ময়াঙ্ক আগরওয়াল ২৬, চেতেশ্বর পূজারা ৩ ও অজিঙ্ক রাহানে শূন্য রানে আউট হয়েছিলেন। চা বিরতির আগে হনুমা বিহারী ও লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। বিরাট কোহলি পিছের চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না। মুম্বই টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ার পেটের গণ্ডগোলের জন্য বিরাটের স্থলাভিষিক্ত হতে পারেননি। এক বছর পর টেস্টে সুযোগ পেয়ে হনুমা বিহারী ২০ রান করে আউট হন। চা বিরতির পর প্রথম আউট হন ঋষভ পন্থ। ৪৩ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। শার্দুল ঠাকুরও ৫ বল টিকলেন, ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফিরলেন শূন্য রানেই। নিজের বলে মহম্মদ শামির ক্যাচ ধরে চলতি টেস্টে দ্বিতীয় উইকেটটি তুলে নেন কাগিসো রাবাডা, শামি করেন ৯। ৬টি চারের সাহায্যে ৫০ বলে ৪৬ করে আউট হন রবিচন্দ্রন অশ্বিন, তিনি এই টেস্টে ভারতের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। মহম্মদ সিরাজ রাবাডার বলে ১ রান করে কট বিহাইন্ড হন। ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন বুমরাহ, তিনি একটি ছয় ও ২টি চার মেরেছেন।

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে জানসেন ৫টি মেডেন-সহ ১৭ ওভারে ৩১ রান দিয়ে রাহুল, ময়াঙ্ক, পন্থ ও অশ্বিনের উইকেট পেলেন। পূজারা, রাহানে ও শার্দুল ডুয়ান অলিভিয়েরের শিকার। কামব্যাক টেস্টে অলিভিয়ের ১৭ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেন-সহ ৬৪ রান দিয়ে তিনটি উইকেট পেলেন। রাবাডা ২টি মেডেন-সহ ১৭.১ ওভারে তিনটি উইকেট পান ৬৪ রান খরচ করেই। লুঙ্গি এনগিডির ১১ ওভারের চারটি মেডেন, তিনি ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। কেশব মহারাজ একটিই ওভার করেছেন।

English summary
India Have Scored 202 Runs In Their First Innings Against South Africa In Johannesburg Test. Ravichandran Ashwin Out For 46, Marco Jansen Bags 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X