For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: বিরাট-রোহিত-ধোনি-গেইলদের সামনে আইপিএল ও টি ২০-তে মাইলস্টোনের হাতছানি

  • |
Google Oneindia Bengali News

রবিবার থেকে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিনদের সামনে আইপিএল ও টি ২০-তে একাধিক মাইলস্টোনের হাতছানি। নয়া কীর্তি গড়তে পারেন প্রচুর বিদেশি ক্রিকেটারও। একনজরে দেখে নেওয়া যাক কোন মাইলস্টোন গড়তে কার কী দরকার?

বিরাট কোহলি

বিরাট কোহলি

আইপিএলের ইতিহাসে সর্বপ্রথম ৬ হাজার রানের মাইলস্টোন এ বছরের আইপিএলেই টপকেছেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সোমবার আইপিএলের ২০০তম ম্যাচটি খেলবেন আরসিবি অধিনায়ক। ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, শোয়েব মালিক ও কায়রন পোলার্ডের পর বিশ্বের পঞ্চম ক্রিকেটে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করতে বিরাটের দরকার আর ৭১ রান।

রোহিত শর্মা

রোহিত শর্মা

রোহিত শর্মাকে টি ২০ ক্রিকেটে ৪০০ ছক্কার মালিক হতে আর তিনটি ওভার বাউন্ডারি হাঁকাতে হবে। আইপিএলে রোহিত শর্মার ৬ হাজার পূর্ণ করতে দরকার ৫২০ রান, যা এবার হওয়ার সম্ভাবনা নেই। টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে রোহিতকে করতে হবে ৬৮৫ রান। এবারের আইপিএলে না হলেও টি ২০ বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজ থাকায় চলতি বছর রোহিত এই নজির গড়ে ফেলতেই পারেন।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

আইপিএলে ২১১টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে তাঁর ৫ হাজার রান পূর্ণ করতে দরকার ৩৩১ রান। আর ১৪২ রান করলেই তিনি টি ২০ ক্রিকেটে সাত হাজার রানের মালিক হবেন।

কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক

টি ২০ ক্রিকেটে ৭ হাজার পূর্ণ করতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের দরকার আর ৯৮ রান। ১টি ক্যাচ ধরলে সেটি হবে টি ২০ ক্রিকেটে তাঁর ১৫০তম ক্যাচ। ক্যাচ বা স্টাম্প আউট মিলিয়ে আর ৯টি শিকার হলেই টি ২০-তে ২০০ শিকারের মাইলস্টোন স্পর্শ করতে পারবেন তিনি।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ক্রিস গেইল এখনও অবধি ১৪০টি আইপিএল ম্যাচ খেলেছেন। আর ৫০ রান করলেই আইপিএলে তাঁর ৫ হাজার রান পূর্ণ হবে। আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৭টি ছক্কা মারার রেকর্ডটি গেইলের দখলেই রয়েছে।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের ৫ হাজার আইপিএল রান পেতে করতে হবে আর ৫৪ রান। ১০টি চার মারলে তিনি আইপিএলে চারশোটি চার মারার নজির গড়বেন। ১০টি ছক্কা মারলে আইপিএলে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা দাঁড়াবে ২০০।

ব্যাটিং মাইলস্টোনের আরও হাতছানি

ব্যাটিং মাইলস্টোনের আরও হাতছানি

আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করতে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নার প্রয়োজন ৫০৯ রান। দিল্লি ক্যাপিটালসের অজিঙ্ক রাহানে আর ৫৯ রান করলেই আইপিএলে চার হাজার রান পূর্ণ করবেন। টি ২০ ক্রিকেটে ১০০টি ছক্কা মারার অধিকারী হতে তাঁর দরকার চারটি ম্যাক্সিমাম! সানরাইজার্স হায়দরাবাদের মণীশ পাণ্ডে ৫৬ রান করলেই টি ২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করে ফেলবেন। একই নজির গড়তে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিস লিনের দরকার ৭৫ রান। ২২ রান করলে পঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুলের আইপিএলে ৩ হাজার রান পূর্ণ হবে। তাঁর টিমমেট ময়াঙ্ক আগরওয়ালের ২ হাজার আইপিএল রান পূর্ণ করতে দরকার ৫০ রান। একই নজির স্পর্শ করতে সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহার দরকার ১৩ রান। তিনটি ক্যাচ ধরলে আইপিএলে ঋদ্ধির ক্যাচের সংখ্যা দাঁড়াবে ১০০। টি ২০ ক্রিকেটে ২৫ রান করলেই দিল্লি ক্যাপিটালসের শ্রেয়স আইয়ার টি ২০-তে চার হাজার রান পূর্ণ করবেন। একই মাইলস্টোনের জন্য রাজস্থান রয়্যালসের গ্লেন ফিলিপস ও লিয়াম লিভিংস্টোনের দরকার যথাক্রমে ২ ও ৫০ রান। সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করতে পারবেন ৪২৩ রান করলে। আর ৬টি অর্ধশতরান করলে তাঁর আইপিএল হাফ সেঞ্চুরির সংখ্যার হাফ সেঞ্চুরি হবে। ১০০টি করে আইপিএল ছক্কা ও চার মারার নজির গড়তে হার্দিক পাণ্ডিয়ার দরকার যথাক্রমে ৫টি ছক্কা ও ৯টি চার।

বোলিংয়ের মাইলস্টোন

বোলিংয়ের মাইলস্টোন

টি ২০ ক্রিকেটে ২৫০টি উইকেট পেতে রবিচন্দ্রন অশ্বিনের দরকার মাত্র ১ উইকেট। অমিত মিশ্র আইপিএলে ১৬৬টি উইকেট পেয়েছেন। আর পাঁচটি পেলেই তিনি লাসিথ মালিঙ্গাকে টপকে হয়ে যাবেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী। ব্যাট হাতে মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাচ্ছেন কায়রন পোলার্ড। কার্যকরী বল হাতেও। ২টি উইকেট পেলেই টি ২০-তে তিনি ৩০০ উইকেটের মালিক হয়ে যাবেন। টি ২০-তে ১৫০ উইকেট পেতে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্টের দরকার ১টি উইকেট। উমেশ যাদব ও ধবল কুলকার্নির দরকার যথাক্রমে ২ ও ৩টি উইকেট। আইপিএলে ১০০ উইকেট দখল করতে ক্রিস মরিসের দরকার ৬টি উইকেট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Many Cricketers Including Virat Dhoni Rohit Gayle May Set New Milestones In IPL And T20. Phase 2 Of IPL Starting This Sunday With CSK vs MI Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X