For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত নয় ‘মানকড়িং, জেন্টলসম্যান গেমে একাধিক পরিবর্তন আনল এমসিসি

বিতর্কিত নয় ‘মানকড়িং, জেন্টলসম্যান গেমে একাধিক পরিবর্তন আনল এমসিসি

Google Oneindia Bengali News

ক্রিকেটের আইনে একাধিক পরিবর্তন আনল মেলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বুধবার ২০২২ কোড অব ল- পরিবর্তনগুলির কথা ঘোষণা করেছে এমসিসি। জেন্টলম্যান্স গেমের নিয়মবিধিতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার জন্য এমসিসি'র ক্রিকেট আইনের সাব- কমিটি বৈঠক বসেছিল গত সপ্তাহে, সেখানেই এই পরিবর্তনগুলিকে মান্যতা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য মানকাডিং। এবার থেকে আর বিতর্কিত আউটের তকমা দেওয়া যাবে না মানকাডিংকে। উল্লেখ্য, আইপিএল-এ কিংস ইলেভের পঞ্জাবের জার্সিতে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাকাডিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

লালার ব্যবহারের নিষেধাজ্ঞা (ধারা ৪১.৩):

লালার ব্যবহারের নিষেধাজ্ঞা (ধারা ৪১.৩):

কোভিড-১৯-এ কারণে বলে লালা লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা চাপাতে বাধ্য হয়েছিল এমসিসি। লালার ব্যবহারের ফলে মূলত লাল বলে অতিরিক্ত সুইং পান পেসাররা। এমসিসি জানিয়েছে লালার ব্যবহার বন্ধ হওয়ার পরেও বোলারদের বলকে সুইং করানোর উপর খুব বেশি প্রভাব পড়েনি বা বলা যায় কোনও প্রভাব পড়েনি। সম্প্রতি লালার পরিবর্তে বলতে চমকানোর জন্য ঘামের ব্যবহার করছেন বোলাররা। এমসিসি জানিয়েছে বলকে চমকানোর জন্য ঘামের ব্যবহার একই রকম কার্যকারী।

ব্যাটিং পজিশনে পরিবর্তন (ধারা ১৮):

ব্যাটিং পজিশনে পরিবর্তন (ধারা ১৮):

ধারা ১৮.১১-এ ব্যাপক পরিবর্তন এনেছে এমসিসি। কোনও ব্যাটসম্যান যখন ক্যাচ আউট হবেন তখন নতুন যে ক্রিকেটার ক্রিজে আসবে সেই স্ট্রাইকে থাকবে (যদি না ওভারের শেষ বলে আগের ব্যাটসম্যান আউট হন)। আগের নিয়ম অনুযায়ী ক্যাচ ধরার আগে ব্যাটসম্যান ক্রস করে গেলে নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইকার এন্ড থেকে শুরু করতে হতো। কি্ন্তু বোলারকে তাঁর নেওয়া উইকেটের পুরস্কার দিতেই এই নিয়ম করা হয়েছে। ইসিবির আয়োজিত দ্য হান্ড্রেট টুর্নামেন্টে এটি প্রথম লাঘু করা হয়।

ডেড বল (ধারা ২০.৪.২.১২):

ডেড বল (ধারা ২০.৪.২.১২):

একটা ম্যাচের মধ্যে ডেড বল অনেক সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমসিসি এই নিয়ে একাধিক পরিবর্তন করেছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মাঠের মধ্যে কোনও ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ায় খেলার ছন্দে পতন আসে। ফলে অনেক সময়ে দেখা গিয়েছে এর ফলে কোনও একটা পক্ষ মাঝেমধ্যেই সুবিধা পেয়ে যান। কিন্তু এ বার থেকে নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি, পশু বা অন্য কোনও কারণে যদি কোনও দল বিশেষ সুবিধা পায় তা হলে সেই বলটিকে ডেড বল ঘোষণা করার ক্ষমতা থাকবে আম্পায়ারের কাছে।

স্ট্রাইকিং এন্ডে থ্রোয়িং (ধারা ২১.৪):

স্ট্রাইকিং এন্ডে থ্রোয়িং (ধারা ২১.৪):

যদি কোনও বোলার ডেলিভরি স্ট্রাইডে প্রবেশ করার আগে ব্যাটসম্যানকে আউট করার জন্য স্ট্রাইকিং এন্ডে বল ছোঁড়েন, তাহলে সেটিকে ডেড বল বলা হবে। এটা এক বিরল দৃশ্য যাকে এখনও পর্যন্ত নো বল বলা হয়েছে।

মানকড়িং (ধারা ৩৮.৩):

মানকড়িং (ধারা ৩৮.৩):

বোলিং এন্ডে নন স্ট্রাইকার ব্যাটসম্যান বোলার বল হাত থেকে ছাড়ার আগে ক্রিজ থেকে বেরিয়ে গেলে অনেক সময়ে তাঁকে আউট করে দেন প্রতিপক্ষ বোলার। এই রকম ভাবে আউট করা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে, এ বার এর স্থানীয় সমাধান করেছিল মেলবোন ক্রিকেট ক্লাব। তারা জানিয়ে দিয়েছে এটা অবৈধ নয়। ধারা ৪১-এর আনফেয়ার ল অব প্লে থেকে ধারা ৩৮-এ রান আউটের ল-এ এই আউটকে রান আউট হিসেবে মান্যতা দিয়েছে তারা।

English summary
Marylebone Cricket Club (MCC) has changed several law of the game and includes some few to improve the game. In the recently announced 2022 Code of Law MCC made several changes that can game the game more exciting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X