আইসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট'-এ দশক সেরা হলেন এমএস ধোনি
সৌজন্যের অন্য নাম মহেন্দ্র সিং ধোনিকেই 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কারে ভূষিত করল আইসিসি। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ইয়ান বেলের প্রতি ২০১১ সালের এক খেলোয়াডোচিত আচরণের জন্যই ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে এই সম্মান দেওয়া হয়েছে। এক দিন আগে ধোনিকে বিশ্বের দশক সেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচন করে ভারতবাসীদের গর্বিত হওয়ার সুযোগ দেয় আইসিসি।

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে প্রাক্তন ব্রিটিশ ব্যাটসম্যান ইয়ান বেল-কে বিতর্কিত রান আউট দিয়েছিলেন আম্পায়ার। সৌজন্যের স্বার্থে ইংল্যান্ড ব্যাটসম্যানকে ফের ব্যাট করার জন্য বাইশ গজে আমন্ত্রণ জানিয়েছিলেন এমএস ধোনি। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওই আচরণ সেই সময় ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছিল। বিষয়টি আইসিসি-কে এতটাই প্রভাবিত করেছিল যে ৯ বছরের মধ্যে আর কোনও এমন ঘটনা খুঁজে পাওয়া যায়নি, যা এমএস ধোনিকে হারিয়ে দিতে পারে।
উল্লেখ্য ২০১১ সালেই ভারতকে ক্রিকেট বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দুই বছর পর টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এমএসেরই নেতৃ্ত্বে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ধোনির নাগালে বিশ্বের সবকটি বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিন বার আইপিএল জেতা মাহিকে দশক সেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি বিশ্ব দলের নেতা নির্বাচন করেছে আইসিসি।
২০১৯ সালের জুলাই-তে ভারতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন এমএস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার বাইশ গজে দেখা গিয়েছিল ধোনিকে। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। যদিও অন্তত আরও একটা আইপিএল খেলবেন বলেই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
