For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিপার, অধিনায়ক, ফিনিশারের পর এ কোন ভূমিকায় দেখা দিলেন মহেন্দ্র সিং ধোনি!

কিপার, অধিনায়ক, ফিনিশারের পর এ কোন ভূমিকায় দেখা দিলেন মহেন্দ্র সিং ধোনি!

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট দূরে থেকেও থাকতে পারছেন কি দেশের সর্বকালের সেরা অধিনায়ক তথা উইকেটরক্ষক তথা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি! ব্যাট-প্যাড-গ্লাভস থেকে দূরে থাকলেও বাইশ গজ ও সবুজ গালিচা যে তাঁর হৃদয়ে, তাও আরও একবার জানান দিয়েছেন মাহি। আইপিএল শুরুর মুখে ক্রিকেটের স্বার্থে রোলার চালিয়ে ভাঙাচোরা পিচ সমান করতে দেখা গিয়েছে ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ককে।

ধোনির প্রথম ম্যাচ

ধোনির প্রথম ম্যাচ

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে এখন থেকেই চড়ছে পারদ। কারণ ওই ম্যাচেই দীর্ঘদিন পর ধোনিকে ব্যাট-গ্লাভস হাতে ফের ২২ গজে দেখা যাবে।

ধোনির পরীক্ষা

ধোনির পরীক্ষা

২০১৯-র বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর তিনি ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নেন। ফের কবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ তাঁকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কিনা, সে প্রশ্নই ঘুরছে দেশের ক্রিকেট মহলে। এই পরিস্থিতিতে আইপিএলে সিএসকে অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশ তথা বিশ্ব।

প্রস্তুতি শুরু আগে

প্রস্তুতি শুরু আগে

গোটা দলের প্রস্তুতি ১৯ মার্চ শুরু হলেও সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগে চিপকে পৌঁছবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন। বলেছেন, আগামী ২ মার্চ চেন্নাই-তে প্রস্তুতি শুরু করবেন মাহি। তাঁর সঙ্গে সুরেশ রায়না ও আম্বাতি রায়ডুও প্রস্তুতিতে নামবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন।

ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ

বিসিসিআই-র বার্ষিক আর্থিক চুক্তি থেকে বাদ পড়ে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি যে এবারের আইপিএলে কিছুটা হলেও চাপে থাকবেন, তা বলাই বাহুল্য। কারণ, এবার তাঁকে রান করে জবাব দিতে হবে। যদিও সেসব আঁচ যে তাঁর শরীরকে ছুঁতে পারেনি, তা কিন্তু এমএস ধোনির হাবেভাবে পরিস্কার। মাহির কেরিয়ার নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যেই দেশের সর্বকালের সেরা অধিনায়ককে রোলারের স্টিয়ারিং হাতে নতুন ভূমিকায় দেখা গিয়েছে। নিজের শহর রাঁচির ক্রিকেট স্টেডিয়ামের পিচ সমান করতে দেখা গিয়েছে ৩৮ বছরের ক্রিকেটারকে। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
Mahendra Singh Dhoni has been seen to drive roller on pitch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X