ধোনি মানেই রেকর্ড! আইপিএল ফাইনালে আরও এক রেকর্ড মাহির নামে
আইপিএলে অধিনায়ক হিসাবে সবচেয়ে ভালো রেকর্ড, তিনবার আইপিএল জয়, উইকেটের পিছনে ক্যাচ স্টাম্পিং তো রয়েইছে, খেলোয়াড় ধোনির মুকুটে যুক্ত হল আরও এক সোনালি পালক। আইপিএলে মোট আটবার ফাইনাল খেললেন মহেন্দ্র সিং ধোনি। যে রেকর্ড আর কোনও খেলোয়াড়ের নেই।

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্য ছয়বার ফাইনাল খেলেছেন ধোনি। ২ বার জিতেছেন ও ৪ বার হেরেছেন। এরপরে এবার ২০১৮ সালে ফের চেন্নাইয়ে ফিরেই ট্রফি জিতে নিলেন।
এর মাঝে দুই বছর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ধোনি। তার মধ্যে গতবছরে ২০১৭ সালে পুনে ফাইনালে উঠেছিল। যদিও শেষ অবধি ১ রানে মুম্বইয়ের কাছে হেরে যায়।
তবে ধোনি গতবারই সাতবার আইপিএল ফাইনাল খেলার রেকর্ড করেছিলেন। আর এবার সেটা ছাপিয়ে আটবার ফাইনাল খেলে ফেললেন। তাঁর একেবারে পিছনেই রয়েছেন সুরেশ রায়না। তিনি সাতবার ফাইনাল খেলেছেন চেন্নাইয়ের হয়ে। মাঝে গুজরাতের হয়ে খেলা রায়না ফাইনাল খেলতে পারেননি। অধিনায়ক ধোনির কাছে পরাস্ত হয়েছেন।