For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে নবাগত লখনউয়ের নামে পুরানো ছোঁয়া! রাহুলের দলকে কটাক্ষ নেটাগরিকদের

Google Oneindia Bengali News

আইপিএল এবার থেকে হবে ১০ দলের। নতুন যুক্ত হয়েছে লখনউ ও আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। আমেদাবাদ দলের নাম ঘোষণা এখনও না হলেও লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নতুন দলের নাম ঘোষণা করে দিলেন। নাম ঠিক করার আগে ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে তাঁদের পছন্দের নাম জানতে চাওয়া হয়েছিল। এরপর অবশেষে আজ ঘোষণা হলো নতুন দলের নাম।

আইপিএলে নবাগত লখনউয়ের নামে পুরানো ছোঁয়া! রাহুলের দলকে কটাক্ষ নেটাগরিকদের

লখনউ সুপার জায়ান্টস নামেই আইপিএলে অংশ নেবে সঞ্জীব গোয়েঙ্কার দল। অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। মার্কাস স্টইনিস ও রবি বিষ্ণোইকেও ইতিমধ্যেই এই দলে নেওয়া হয়েছে। তবে এত ঢাক পেটানোর পর নতুন দলের নামে পুরানো ছোঁয়া দেখে হতাশ নেটাগরিকরা। অনেকে কটাক্ষও করছেন। কেন না, সঞ্জীব গোয়েঙ্কার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এর আগে আইপিএল দল কিনেছিল যখন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস আইপিএল থেকে নির্বাসিত ছিল। সেই দলের নাম ছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। ২০১৬ সালে এই নামে খেললেও পরের বছর দলের নামে একটু পরিবর্তন এনে করা হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। লখনউয়ের নামের সঙ্গে এবার রইল সুপার জায়ান্টস।

লোকেশ রাহুলকে ১৭ কোটি টাকায় নিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে লখনউ। আজ এক সাক্ষাতকারে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, রাহুলকে চূড়ান্ত করার পর বাকি দুটি জায়গায় কাকে নেওয়া যায় তা নিয়ে রাহুল, মেন্টর গৌতম গম্ভীরদের সঙ্গে কথা হয়েছে। গম্ভীরের পরামর্শেই আনক্যাপড ভারতীয় রবি বিষ্ণোইকে নেওয়া হয়। রাহুল যেমন ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করেন, তেমনই স্টইনিস ভালো অলরাউন্ডার। রবি বিষ্ণোই স্পিনার আবার ফিল্ডিংও ভালো। নিলামেও যাতে ভালো ক্রিকেটার নেওয়ার জন্য হাতে পর্যাপ্ত অর্থ থাকে সেটা মাথায় রেখেও আনক্যাপড প্রতিভাবান বিষ্ণোইকে নেওয়া।

আইপিএল-জয়ী প্রাক্তন নাইট অধিনায়ক লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। তিনি বলেন, এর আগে সঞ্জীব গোয়েঙ্কার পুনে ১ রানের জন্যও আইপিএল জিততে পারেনি। নিশ্চিতভাবেই তাই চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য থাকবে। তবে কোনও দলকে অনুকরণ করবে না লখনউ। দল নতুন হতে পারে, ক্রিকেটারদের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে গম্ভীর ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী।

লোকেশ রাহুল ভারতকে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ টেস্ট ও একদিনের সিরিজে নেতৃত্ব দেওয়ার পর লখনউয়ের অধিনায়ক হয়েছেন। তিনি এদিন বলেন, টানা চারটি ম্যাচে অধিনায়ক হিসেবে পরাজয়ের সম্মুখীন হয়েছি। কিন্তু পাঞ্জাবের সঙ্গে লখনউয়ের তফাত হলো, পাঞ্জাবে আমি মেগা নিলামে অংশ নিতে পারিনি। কিন্তু আমাদের প্রজন্মের কম ক্রিকেটারই রয়েছেন যাঁরা কোনও দলের প্রথম থেকে দল গঠনের কাজে সামিল থাকতে পারবেন। এটা আমার কাছেও আইপিএল মেগা নিলাম। ফলে সুযোগ হাতছাড়া করিনি। জাতীয় দলেও সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছে, সুযোগ সদ্ব্যবহার করেছি। সঞ্জীব গোয়েঙ্কার আবেগ, ক্রিকেট নিয়ে ভাবনা যেমন আকৃষ্ট করেছে, তেমনই গৌতম গম্ভীরের কাছে নেতৃত্বের অনেক কিছুও শেখার। স্টইনিস যে কোনও পজিশনে ব্যাট করেন, এটাও ইতিবাচক দিক।

English summary
Lucknow Super Giants The Team Name Unveiled By IPL's Lucknow Franchise. KL Rahul Will Lead LSG In IPL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X