For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: গুরুত্বপূর্ণ টসে হার কলকাতার, দুই দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন

IPL 2022: গুরুত্বপূর্ণ টসে হার কলকাতার, দুই দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন

Google Oneindia Bengali News

চলতি আইপিএল-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে টসে হার কলকাতা নাইট রাইডার্সের। কেকেআর-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022: গুরুত্বপূর্ণ টসে হার কলকাতার, দুই দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করল লখনউ সুপার জায়ান্ট। দলে তিনটি পরিবর্তন এনেছেন কেএল রাহুল। হালকা চোট থাকার কারণে এই ম্যাচে লখনউ পাবে না ছন্দে থাকা অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াকে, তাঁর পরিবর্তে দলে এসেছেন কৃষ্ণাপ্পা গৌতম। এছাড়া প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন আয়ূষ বাদোনী এবং দুশমন্ত চামিরা। এই দুই ক্রিকেটারের জায়গা প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মনন ভোরা এবং এভিন লুইনস।

লখনউয়ের মতো এতগুলি পরিবর্তন দলে না করলেও প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানের পরিবর্তে কেকেআর-এর প্রথম একাদশে সুযোগ পেয়েছেন অভিজিৎ তোমার।

প্লে-অফের যোগ্যতা অর্জন করার নামমাত্র যে আশা রয়েছে তা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নাইট রাইডার্সকে। কিন্তু কেকেআর যদি ব্যর্থ হয় তা হলে এই ম্যাচ থেকে জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে স্থান নিশ্চিত করে ফেলবে লখনউ সুপার জায়ান্ট।

কলকাতা নাইট রাইডার্স:

ভেঙ্কটেশ আইয়ার, অভিজিৎ তোমার, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী

লখনউ সুপার জায়ান্টস:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, মনন ভোরা, মার্কাস স্টইনিস , জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খান, রবি বিষ্ণোই, আভেষ খান

English summary
LSG won the toss and elected to bat first against KKR in IPL 2022. Kolkata have made one change in playing eleven where as there are three changes in Lucknow squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X