For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা

বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে শুক্রবার বৈঠকে বসছে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল। বৈঠকে আইপিএলের ভবিষ্যত সহ মোট এগারোটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএলের ভবিষ্যত

আইপিএলের ভবিষ্যত

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ ভারতে টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবারের আইপিএলে সৌদি আরবে সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে শুক্রবারের বৈঠকে কথা হবে বলে জানা গিয়েছে। কথা হবে টুর্নামেন্টের সূচি নিয়েও।

ঘরোয়া ক্রিকেট

ঘরোয়া ক্রিকেট

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, করোনা ভাইরাসের প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ভারতে ঘরোয়া ক্রিকেট শুরু করা হবে না। সেক্ষেত্র কবে শুরু হবে মরশুম, তা নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ফিউচার ট্যুর প্রোগ্রাম

ফিউচার ট্যুর প্রোগ্রাম

আইপিএল ছাড়া ভারতীয় ক্রিকেট দলের আগামী দিনের দ্বিপাক্ষিক সূচি কী হতে চলেছে, সে ব্যাপারেও শুক্রবারের বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়েছে। আইপিএল সেপ্টেম্বরে হলে ওই সময় নির্ধারিত ইংল্যান্ডের ভারত সফর যে স্থগিত হবে, তা নিশ্চিত। সেক্ষেত্রে এই সিরিজ কবে হতে পারে, তা আলোচনায় আনা হবে।

কর সংক্রান্ত সমস্যা

কর সংক্রান্ত সমস্যা

২০২১-এর টি-টোয়েন্টি ও ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েও কর ছাড় সংক্রান্ত সুবিধা না পাইয়ে দেওয়ার যে অভিযোগ বিসিসিআইয়ের বিরুদ্ধে এনেছে আইসিসি, তার সমাধান সূত্র খোঁজা হবে।

এনসিএ পরিকাঠামো

এনসিএ পরিকাঠামো

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-এর পরিকাঠামো উন্নয়ন শুক্রবারের বৈঠকের অন্যতম বিষয় হতে চলেছে।

চুক্তি

চুক্তি

বিসিসিআই ও আইপিএলের ডিজিট্যাল পার্টনারের মধ্যে চুক্তি নবীকরণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বন্দ্ব

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বন্দ্ব

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের দ্বন্দ্ব সমাধানের রাস্তা খুঁজতে পারে বিসিসিআই।

কর্মী নিয়োগ

কর্মী নিয়োগ

বিসিসিআইয়ের একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে।

সিইও নির্বাচন

সিইও নির্বাচন

রাহুল জোহরির পর বিসিসিআইয়ের পরবর্তী স্থায়ী চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও কে হবেন, তার একটা আভাস এই বৈঠকে থেকে পাওয়া যেতে পারে।

টেন্ডার ফর অ্যাপারেল পার্টনারশিপ

টেন্ডার ফর অ্যাপারেল পার্টনারশিপ

শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে টেন্ডার ফর অ্যাপারেল পার্টনারশিপ ও এনই স্টেটসের পেমেন্ট নিয়েও আলোচনা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে বোল আউটে বীরু-উথাপ্পাকে কার কথায় ব্যবহার করেছিলেন ধোনি?পাকিস্তানের বিরুদ্ধে বোল আউটে বীরু-উথাপ্পাকে কার কথায় ব্যবহার করেছিলেন ধোনি?

English summary
Look on to the 11 points agenda of BCCI Apex Council meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X