For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE টেস্ট র‌্যাঙ্কিং-এ অবশেষে স্মিথকে টপকে গেলেন বিরাট, ১২ ধাপ উঠলেন ওয়ার্নার

LIVE ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে হায়দরাবাদে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

LIVE টেস্ট র‌্যাঙ্কিং-এ অবশেষে স্মিথকে টপকে গেলেন বিরাট, ১২ ধাপ উঠলেন ওয়ার্নার

Newest First Oldest First
9:11 PM, 4 Dec

সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের খেলা। পাক অভিনেতা আলি জাফারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।
8:40 PM, 4 Dec

ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এদিন ভারত ১০টি পদক জিতেছে।যার মধ্য়ে ৫টি সোনা, ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ রয়েছে।
8:23 PM, 4 Dec

ওড়িশার বিরুদ্ধে হাফ টাইমে এগিয়ে বেঙ্গালুরু এফসি। ১-০ গোলে এগিয়ে সুনীল অ্যান্ড কোম্পানি।
8:13 PM, 4 Dec

বিরাটের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দল ভয়ডরহীন ক্রিকেট খেলবে বললেন কোচ ফিল সিমন্স।
7:12 PM, 4 Dec

ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচের স্কোরলাইন ১-১
7:11 PM, 4 Dec

শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে রিয়াল কাশ্মীরের জালে বল জড়ান মার্কোস।
7:10 PM, 4 Dec

আই লিগ আপডেট, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রিয়াল কাশ্মীরের হয়ে গোল ক্রিজোর
6:39 PM, 4 Dec

জসপ্রীত বুমরাহকে বেবি বোলার বললেন আব্দুল রাজ্জাক
5:48 PM, 4 Dec

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ০-১ পিছিয়ে ইস্টবেঙ্গল
5:47 PM, 4 Dec

কল্যানীতে আজ আই লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
5:37 PM, 4 Dec

বিশ্বের প্রথম জীবিত ব্যক্তি হিসেবে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের নাম ও ছবি এবার কয়েনে।
5:24 PM, 4 Dec

স্টেডিয়ামের অত্যধিক ভাড়া দেওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ঐতিহ্যপূর্ণ ডার্বি পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে বলে খবর। লাল-হলুদ ক্লাব কর্তাদের তরফে অন্তত সেই আশঙ্কার কথাই জানানো হয়েছে
5:15 PM, 4 Dec

ভারতের পাশাপাশি ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও জিম্বাবোয়ে এই টুর্নামেন্টে অভিষেক করতে চলেছে।
5:13 PM, 4 Dec

ভারতের পাশাপাশি ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও জিম্বাবোয়ে এই টুর্নামেন্টে অভিষেক করতে চলেছে
5:12 PM, 4 Dec

২০২০ সালের মার্চ মাসে বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। পঞ্চাশ উর্ধ্ব বয়সভিত্তিক ক্রিকেটে বিশ্বকাপের আসরে মুখোমুখি হচ্ছে ভারত-পাক।
4:33 PM, 4 Dec

আর মাত্র একটি ৬ হাঁকালেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ টি ছক্কা হাঁকানোর কীর্তি গড়বেন হিটম্যান।
4:32 PM, 4 Dec

সেই সিরিজেই ইউনিভার্স বস ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদির কীর্তি ছুঁয়ে ফেলার দোরগোডা়য় রয়েছেন রোহিত।
4:32 PM, 4 Dec

৬ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে মেন ইন ব্লু।
4:32 PM, 4 Dec

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: গেইল ও আফ্রিদির থেকে এক কদম দূরে রোহিত শর্মা
3:59 PM, 4 Dec

এবার ট্যুর ম্যানেজারের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রশংসায় এক গায়ক।
3:34 PM, 4 Dec

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক করে নজর কেড়েছিলেন। এবার দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবেন নাসিম শাহ।
3:05 PM, 4 Dec

আইসিসির টেস্ট ব্যাটসম্যান ও বোলারদের বিস্তারিত ব়্যাঙ্কিং দেখুন এক ক্লিকে।
2:31 PM, 4 Dec

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত বোলিং-র সৌজন্যে এক ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়লেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি।
2:29 PM, 4 Dec

দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান ও দ্বিতীয় টেস্টে ৩৩৫ রান করার সুবাদে ক্রম তালিকায় ১২ ধাপ উঠলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এখন তাঁর র‌্যাঙ্ক ৫।
2:24 PM, 4 Dec

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিং-এ অবশেষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
1:40 PM, 4 Dec

প্রাক্তন প্রিমিয়ার লিগ কোচ ওয়েন কোলে-কে ম্যানেজার বাছল চেন্নাইয়ান এফসি।
1:28 PM, 4 Dec

২০২০ আইপিএল-র নিলামে সর্বোচ্চ বেস প্রাইজ পেতে পারেন ডেল স্টেইন ও ক্রিস লিন।
12:44 PM, 4 Dec

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার রাজ্যের আরও এক ক্রিকেট কর্তা।
12:40 PM, 4 Dec

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরবর্তী হেড কোচ হতে চলেছেন মিকি আর্থার।
READ MORE

English summary
Live: Sports news update in Bengali of 4 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X