• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

LIVE: কবে মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ, ধোনির অবসর নিয়ে কী বললেন সৌরভ

  • |

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে সাঁতার। খেলার দুনিয়ার দিনের সেরা আপডেট জানতে ফলো করুন মাই খেল বাংলার স্পোর্টস নিউজ লাইভ আপডেট। পান খেলার দুনিয়ার তাজা আপডেট।

LIVE: কবে মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ, ধোনির অবসর নিয়ে কী বললেন সৌরভ

Newest First Oldest First
5:58 PM, 21 Dec
রবিবার কটকে সিরিজ নির্ণায়ক ম্যাচ শুরু ১.৩০ মিনিটে।
5:57 PM, 21 Dec
এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে বছর শেষ করতে পারবে কি ভারত?
5:57 PM, 21 Dec
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বছর শুরু করেছিল ভারতীয় দল।
4:07 PM, 21 Dec
সেকারণে ফ্র্যাঞ্চাইজিগুলি ১ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরুর পক্ষে
4:06 PM, 21 Dec
সেই সময় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ চলবে।
4:06 PM, 21 Dec
২৮ মার্চ শুরু হতে পারে ১৩তম আইপিএলের আসর।
3:08 PM, 21 Dec
কটকে নজিরের সামনে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে পারলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ১০টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জেতার রেকর্ড গড়বে 'মেন ইন ব্লু।
3:08 PM, 21 Dec
কটকে বরাবটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ফয়সলার ডুয়েলে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ
2:44 PM, 21 Dec
নিলাম শেষ, এবার পরিকল্পনা বলার পালা। আরসিবি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মাইক হেসন জানালেন, স্টেইনকে দলে নেওয়ার পরিকল্পনার মধ্যে ছিল।
1:26 PM, 21 Dec
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯টি ম্যাচ খেলেছেন বিড়লা। এছাড়া দুই বছর রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন।
1:26 PM, 21 Dec
মানসিক চাপের জন্য ক্রিকেট থেকে আপতত বিশ্রাম নিলেন আর্যমান বিড়লা।
12:48 PM, 21 Dec
ক্রিসমাস উপলক্ষ্যের সান্টার বেশে খুদেদের কাছে উপহার নিয়ে পৌঁছে গেলেন বিরাট কোহলি।
11:52 AM, 21 Dec
অধিনায়ক হিসেবে নিজেকে বেছেছেন সৌরভ।
11:51 AM, 21 Dec
সেই টিম মোটামুটি এইরকম। রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহিল, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জসপ্রীত বুমরাহ, রিয়ান পরাগ, মার্কাস স্টোইনিস, জোফ্রা আর্চার, রবীন্দ্র জাদেজা।
11:51 AM, 21 Dec
পছন্দের আইপিএল ফ্য়ান্টাসি টিম বানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
11:03 AM, 21 Dec
ফুটবল নিউজ আপডেট: আইএসএলের ম্যাচে আজ হায়দরবাদের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে। লিগে এখন ৮ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বর রয়েছে এটিকে।
10:12 AM, 21 Dec
অন্যদিকে ধোনির অবসর নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, 'পুরোটাই ধোনির উপর ছেড়ে দিচ্ছি। ধোনি এতবছর ক্রিকেট খেলেছে। এত বছরের ক্রিকেট অভিজ্ঞতা থেকে ও জানে ওকে কী করতে হবে।'
10:10 AM, 21 Dec
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজ দিয়েই ভারতের এক নম্বর পেসার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যবর্তন করতে পারেন
10:10 AM, 21 Dec
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।
10:09 AM, 21 Dec
এবার ফিটনেস পরীক্ষায় পাস করলে রঞ্জিতে গুজরাতের হয়ে খেলতে নেমে পড়বেন জসপ্রীত।
10:09 AM, 21 Dec
চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর বল হাতে ছন্দে রয়েছেন।
10:08 AM, 21 Dec
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারেতর নেটে বোলিং করেছিলেন জসপ্রীত বুমরাহ।

English summary
LIVE: Sports news live update of 21 dec: jasprit bumrah may return in ranji, What Sourav ganguly says on Dhoni's retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X