For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় দিয়ে বছর শুরু করল ভারত

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি, শেষ বার ইন্দোরে রানের ফুলঝুরি ছুটিয়েছিল ভারতীয় দল

  • |
Google Oneindia Bengali News

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয় ভারতের। এদিন টস জিতে ফিল্ডিং নেন বিরাট।এরপর ভারতীয় দল শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে রাখে। শার্দুল ৩, কুলদীপ ও নভদীপ ২টি করে উইকেট নেন। সুন্দর ও বুমরাহ ১টি করে উইকেট পান।

জবাবে শিখর ও রাহুলের ওপেনিং জুটিতে ৭১ রান ওঠে। এদিন ৪৫ রানে আউট হন রাহুল। ভারতীয় ওপেনার নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ওপেনিং জুটিতে ভর করেই ম্যাচ জয়ের ভিত গড়ে ভারত। শেষ পর্যন্ত বিরাট অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান ভারত অধিনায়ক।

বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি

Newest First Oldest First
10:12 PM, 7 Jan

১৭ বলে ৩০ রান করে অপরাজিত বিরাট। ইনিংস সাজানো ১টি চার ও ২টি ছয় দিয়ে।
10:11 PM, 7 Jan

১৪৩ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।
10:09 PM, 7 Jan

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট।
10:07 PM, 7 Jan

ক্রিজে বিরাটের সঙ্গে ঋষভ পন্থ।
10:07 PM, 7 Jan

আউট শ্রেয়স আইয়ার। ২৬ বলে ৩৪ রান করে ফিরলেন। ইনিংস সাজানো ৩টি চার ও ১টি ছয় দিয়ে।
10:05 PM, 7 Jan

৩৩ রানে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার। শেষ ১৮ বলে ভারতের ৬ রান প্রয়োজন।
10:04 PM, 7 Jan

শেষ ২০ বলে ভারতের ৮ রান প্রয়োজন। ব্যাটে বিধ্বংসী মেজাজে শ্রেয়স আইয়ার।
9:56 PM, 7 Jan

১৫ ওভার শেষে ভারত ১০৪/২
9:52 PM, 7 Jan

১৪ ওভার শেষে ভারত ৯৯/২। ১৬ রানে শ্রেয়স আইয়ার ব্যাটিং করছেন।
9:47 PM, 7 Jan

১৩ ওভার শেষে ভারত ৯৩/২
9:46 PM, 7 Jan

তালিকায় দু'নম্বরে রয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ২৬৩৩ রান।
9:45 PM, 7 Jan

কোহলিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক।
9:45 PM, 7 Jan

এদিন চার নম্বরে ব্যাট করতে এসে ১ রান করে ২৬৩৪ রান করলেন বিরাট।
9:44 PM, 7 Jan

ইন্দোরে এদিন ১ রান করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন।
9:41 PM, 7 Jan

চার নম্বরে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।
9:41 PM, 7 Jan

ধাওয়ানকে এলবিডব্লিউ করেন হাসারঙ্গা
9:40 PM, 7 Jan

আউট ধাওয়ান। রিভিউ নিয়ে সফল শ্রীলঙ্কা। ৩২ রান করে আউট ধাওয়ান।
9:34 PM, 7 Jan

১০ ওভার শেষে ভারত ৭১/১
9:33 PM, 7 Jan

৬০ বলে ভারতের ৬৬ রান প্রয়োজন।
9:33 PM, 7 Jan

তিন নম্বরে নামলেন শ্রেয়স আইয়ার।
9:31 PM, 7 Jan

৪৫ রান করে আউট রাহুল। হাসারঙ্গার বলে বোল্ড হয়ে ফিরলেন। নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন ভারতীয় ওপেনার।
9:21 PM, 7 Jan

৭ ওভার শেষে ভারত ৫৯/০। ৪২ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল। ১৫ বলে ১৫ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান।
9:16 PM, 7 Jan

৬ ওভার শেষে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ৬ ওভার শেষে রাহুল-ধাওয়ানের ব্যাটে ভারত ৫৪/০।
9:14 PM, 7 Jan

৫ ওভার শেষে ভারত ৪৯/০
8:42 PM, 7 Jan

ভারতের টার্গেট ১৪৩ রান।
8:39 PM, 7 Jan

৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট পেলেন শার্দুল।
8:38 PM, 7 Jan

শ্রীলঙ্কাকে ১৪২ রানে বেধে রাখল ভারত। ২০ তম ওভারের শেষ তিন বলে ৩টি চার হাঁকালেন হাসারাঙ্গা। ১০ বলে ১৬ রান করেন হাসারাঙ্গা।
8:36 PM, 7 Jan

১৯ তম ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট পেলেন শার্দুল ঠাকুর।
8:33 PM, 7 Jan

১৯ তম ওভার শেষে শ্রীলঙ্কা ১৩০/৯
8:32 PM, 7 Jan

ওভারে ৩ উইকেট শার্দুলের। আউট মালিঙ্গা। প্রথম বলেই কুলদীপের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মালিঙ্গা।
READ MORE

English summary
LIVE: INDIA vs SL 2nd t20 at indore, ball by ball live update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X