For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE: ইডেনে রঞ্জি সেমিফাইনালে চোখ সৌরভের, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলার স্কোর জেনে নিন

LIVE: ভারত বনাম নিউজিল্যান্ড: মায়াঙ্ক-পৃথ্বীকে হারানের পর দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করল ভারত

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, ভারত- নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্ট থেকে রঞ্জিতে বাংলা-কর্ণাটক সেমিফাইনাল, প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান মাই খেল বাংলার স্পোর্টস লাইভে। দিনভর খেলার দুনিয়ার তাজা খবর জানতে ফলো করুন মাই খেল বাংলা স্পোর্টস লাইভ আপডেট।

LIVE: ০ রানে আউট হয়েও নাটকীয় প্রত্যাবর্তন অনুষ্টুপের, ইডেনে রঞ্জি সেমিফাইনালে চোখ সৌরভের

Newest First Oldest First
4:54 PM, 1 Mar

রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলার লিড ২৬২ রানের।
4:54 PM, 1 Mar

দিনের শেষ ওভার অনুষ্টুপকে ০ রানে আউট করেন রনিত মোরে। যদিও নো বলের কারণে শেষ পর্যন্ত সেই ডেলিভারিটি বাতিল হয়। জীবনদান পেলেন অনুষ্টুপ।
4:52 PM, 1 Mar

রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে বাংলা ৭২/৪
4:51 PM, 1 Mar

ইডেনে বাংলা বনাম কর্ণাটক ম্যাচ দেখলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়
4:31 PM, 1 Mar

১৩ রান করে আউট মনোজ তিওয়ারি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৬১/৪। ক্রিজে এলেন অনুষ্টুপ মজুমদার।
3:53 PM, 1 Mar

কর্ণাটকের হয়ে তিনিটি উইকেটই অভিমন্যু মিথুন নিয়েছেন। কর্ণাটকের হয়ে মিথুনের ৭৮ ম্যাচে ২৮১ উইকেট হয়ে গেল।
3:52 PM, 1 Mar

দ্বিতীয় ইনিংসে বাংলার শুরুটা একেবারেই ভালো হল না। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলা দল ৩৬ রান তুলেছে।
3:22 PM, 1 Mar

আজ কান্তিরাভায় আইএসএলের দ্বিতীয় সেমিতে এটিকে-বেঙ্গালুরু এফসি দ্বৈরথ
3:21 PM, 1 Mar

কর্ণাটককে ১২২ রানে অলআউট করল বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলার লিড ১৯০ রানের।
2:07 PM, 1 Mar

সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিলেন ইশান পোড়েল। ৩১৩ রান তাড়া তরতে নেমে কর্ণাটক ১২১/৮
12:05 PM, 1 Mar

অনুষ্টুপ মজুমদার ১৪৯ রানে অপরাজিত থাকেন।
12:04 PM, 1 Mar

অন্যদিকে রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে বাংলা ৩১২ রানে অলআউট হল।
12:01 PM, 1 Mar

দ্বিতীয় দিন বুমরাহ-শামিরা নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফের ক্রাইস্টচার্চ টেস্টে ভরাডুবি ভারতের।
12:00 PM, 1 Mar

দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৯০ রানে ৬ উইকেট হারিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৯৭ রানের।
11:20 AM, 1 Mar

৮৮ বল খেলে ২৪ রান করে আউট পূজারা। ভারত ৮৪/৫। লিড ৯১ রানের। ক্রিজে এলেন হনুমা বিহারী।
11:18 AM, 1 Mar

আউট চেতেশ্বর পূজারা। বোল্টের ইন সুইংয়ের সামনে বোল্ড আউট হলেন পূজি।
11:17 AM, 1 Mar

৯ রান করে ওয়াগনারের বলে আউট হলেন রাহানে। প্রথম ইনিংসে ৭ রান করার পর এবার দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভারতীয় দলের সহঅধিনায়ক ব্যর্থ হলেন।
11:16 AM, 1 Mar

ভারতের চতুর্থ উইকেটের পতন। আউট অজিঙ্ক রাহানে।
10:21 AM, 1 Mar

২১ ওভার শেষে ভারত ৫৫/৩। দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৬২ রানের।
10:19 AM, 1 Mar

এর আগে পৃথ্বী শ ১৪ ও মায়াঙ্ক আগারওয়াল ৩ রান করে আউট হয়েছেন।
10:19 AM, 1 Mar

ম্যাচের দ্বিতীয় দিন গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লিউ আউট হয়ে ১৪ রান করে প্য়াভিলিয়েন ফিরলেন। প্রথম ইনিংসে ৩ রান করেছিলেন বিরাট।
10:14 AM, 1 Mar

নিউজিল্যান্ড সফরে রানের খরা কাটাতে পারলেন না বিরাট কোহলি। প্রথম ইনিংসের পর এবার দ্বিতীয় ইনিংসেও এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরলেন।

English summary
LIVE: India VS New Zealand 2nd test Live updates, daily sports news update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X