For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেলারের দাপুটে শতরানে কোহলিদের ওডিআইয়ে ধাক্কা দিল নিউজিল্যান্ড, সিরিজে এগোল ১-০ ব্যবধানে

LIVE; ভারত বনাম নিউজিল্যান্ড: প্রথম ওডিআই, টস জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

টেলারের দাপুটে শতরানে কোহলিদের ওডিআইয়ে ধাক্কা দিল নিউজিল্যান্ড। ৩৪৮ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। রান তাড়া করতে নেমে মিডল অর্ডারে রস টেলার ১০৯ রানে অপারিজত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছা়ড়েন। ভারতকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড। টি-২০ সিরিজে ০-৫ ব্যবধানে ধরাশায়ী হলেও ঘরের মাঠে ওডিআইয়ে কিন্তু দারুণ ছন্দে শুরু করল কিউয়িব্রিগেড।

LIVE; ভারত বনাম নিউজিল্যান্ড: ৪৬ তম ওভারে জোড়া উইকেট, ম্যাচে ফিরল ভারত

Newest First Oldest First
3:55 PM, 5 Feb

ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগোল নিউজিল্যান্ড।
3:42 PM, 5 Feb

হ্যামিলটনে সিরিজের প্রথম ওডিআই জিতল নিউজিল্যান্ড।
3:42 PM, 5 Feb

৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারের পর ওডিআই সিরিজে নিজিল্যান্ডের প্রত্যাবর্তন।
3:37 PM, 5 Feb

শেষ ৩ ওভারে ১৪ রান প্রয়োজন। জসপ্রীত বুমরাহের ১০ ওভারের কোটা শেষ
3:33 PM, 5 Feb

৪৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৩৩১ রান তুলেছে।
3:33 PM, 5 Feb

৪৬ তম ওভারে দুই উইকেট। শামির বলে জিমি নিশাম ক্যাচ দিয়ে আউট হন ও শ্রেয়স আইয়ার গ্র্যান্ডহোমকে রান আউট করেন।
2:52 PM, 5 Feb

ল্যাথামের হাফ সেঞ্চুরি। ৬৯ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৮০ রান।
2:36 PM, 5 Feb

৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রানে পৌঁছল নিউজিল্যান্ড।
2:34 PM, 5 Feb

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটে ঝড় তুলেছেন রস টেলার।
2:15 PM, 5 Feb

আইসিসি টুইট পোস্টে লিখল, ইনি বিরাট নাকি জন্টি রোডস!
2:15 PM, 5 Feb

দেখে নিন কোহলির সেই রান আউট করার দৃশ্য
2:03 PM, 5 Feb

নিউজিল্যান্ড ১৭৩/৩। টেলার ৩৯ রানে ব্যাটিং করছেন। ক্রিজে এলেন অধিনায়ক ল্যাথাম।
2:01 PM, 5 Feb

৮২ বলে ৭৮ রান করে রান আউট নিকহোলস।
2:01 PM, 5 Feb

এদিন হেনরি নিকহোলসকে রান আউট করলেন। শূন্যে লাফিয়ে উইকেট লক্ষ্য করে বল ছুঁড়ে দিয়ে রান আউট করলেন ভিকে।
2:00 PM, 5 Feb

বিরাটের দুর্দান্ত রান আউট। টি-২০ পর এবার ওডিআইয়ে দুর্দান্ত ফিল্ডিংয়ে নজির রাখলেন বিরাট।
1:23 PM, 5 Feb

কুলদীপের বলে দুরন্ত স্টাম্পিং রাহুলের। নিউজিল্যান্ড ১০৯/২
1:22 PM, 5 Feb

৯ রান করে আউট টম।
1:22 PM, 5 Feb

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে পতন। আউট টম বান্ডিল।
1:22 PM, 5 Feb

আউট মার্টিন গাপ্টিল। ১৫.৪ ওভারে শ্রেয়স আইয়ারের বলে কেদারের হাতে ক্যাচ দিয়ে আউট গাপ্টিল।
12:44 PM, 5 Feb

১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৪/০
12:25 PM, 5 Feb

রান তাড়া করতে নেমে ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৩/০
11:22 AM, 5 Feb

লোকেশ রাহুল ৮৮ রানে অপরাজিত থাকেন।
11:22 AM, 5 Feb

নির্ধািরত পঞ্চাশ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলল ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ৩৪৮ রান করতে হবে।
10:56 AM, 5 Feb

১০৩ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার।
10:46 AM, 5 Feb

হ্যামিলটনে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার। ১০১ বল খেলে সেঞ্চুরি করলেন।
10:40 AM, 5 Feb

৪১ বলে হাফ সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুলের ওডিআই কেরিয়ারে এটি সপ্তম হাফ সেঞ্চুরি।
10:32 AM, 5 Feb

৭৫ বলে শ্রেয়স-রাহুলের শতরান পার্টনারশিপ।
10:27 AM, 5 Feb

শ্রেয়স- রাহুলের ব্যাটে ভর করে ৩৯.৪ ওভারে ২৫০ রানের গণ্ডি ছুঁল ভারত।
10:21 AM, 5 Feb

শ্রেয়স ৭০ ও রাহুল ৪৩ রানে ব্যাটিং করছেন।
10:21 AM, 5 Feb

৩ উইকেট হারিয়ে ভারত ২৩৬ রান তুলেছে(৩৯ ওভার শেষে)
READ MORE

English summary
LIVE:India vs New Zealand 1st odi: Nz won the toss, elected to bowl first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X