For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্নার-ফিঞ্চের বিধ্বংসী ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে গেল ভারত

LIVE: ভারত বনাম অস্ট্রেলিয়া: টস জিতে মুম্বইয়ে ফিল্ডিং নিল অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই। মুম্বই ম্যাচ দিয়ে এদিন ভারত সফর শুরু করল অজি ক্রিকেট দল। সফরে অজি ক্রিকেট দল তিনটি ওডিআই খেলবে। যার প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে অজিদের দাপুটে জয়।

এদিন মুম্বইয়ে ব্যাটে-বলে দুই বিভাগেই অস্ট্রেলিয়া আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল। ২৫৬ রান তাড়া করতে নেমে এদিন কোনও উইকেট না হারিয়ে অজি দল ম্যাচ জিতে নেয়। ওয়ার্নার -ফিঞ্চের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ৩৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ১০ উইকেট ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন।

ওয়ার্নার-ফিঞ্চের বিধ্বংসী ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে গেল ভারত

Newest First Oldest First
8:25 PM, 14 Jan

ওয়ার্নারের ব্যাটে ম্যাচের উইনিং রান আসে।
8:24 PM, 14 Jan

ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন।
8:24 PM, 14 Jan

রান তাড়া করতে নেমে ৩৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ১০ উইকেট ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
8:17 PM, 14 Jan

১০৮ বলে সেঞ্চুরি করলেন ফিঞ্চ। এটি ফিঞ্চের ১৬তম ওডিআই সেঞ্চুরি।
8:16 PM, 14 Jan

ওয়ার্নারের পর এবার অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে সেঞ্চুরি।
6:50 PM, 14 Jan

৪০ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার।
6:46 PM, 14 Jan

১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান তুলেছে।
6:44 PM, 14 Jan

২৫৬ রান তাড়া করতে নেমে, ওয়ার্নার-ফিঞ্চের সেঞ্চুরি পার্টনারশিপ।
6:03 PM, 14 Jan

ভারতের হয়ে এখন জুটিতে শামি ও বুমরাহ বোলিং করেছেন। অজিদের হয়ে ওয়ার্নার ও ফিঞ্চ ব্যাটিং করছেন।
6:02 PM, 14 Jan

২৫৬ রান তাড়া করতে নেমে ৪ ওভারে অজি দল কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে।
5:16 PM, 14 Jan

মুম্বইয়ে ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ২৫৬ রান করতে হবে।
5:15 PM, 14 Jan

ভারতের ইনিংস শেষ ২৫৫ রানে। ৪৯.১ ওভারে অলআউট ভারত।
5:11 PM, 14 Jan

৪৮.৩ ওভারে আড়াই রানের গণ্ডি ছুঁয়ে ফেলল ভারত।
4:51 PM, 14 Jan

ক্রিজে এখন শার্দুল ঠাকুরের সঙ্গে মহম্মদ শামি ব্যাটিং করছেন।
4:50 PM, 14 Jan

২৮ রান করে পন্থ আউট হন।
4:45 PM, 14 Jan

আউট ঋষভ পন্থ। প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট ঋষভ।
4:38 PM, 14 Jan

আউট রবীন্দ্র জাদেজা। ৩২ বলে ২৫ রান করে আউট জাদেজা।
3:59 PM, 14 Jan

আউট শ্রেয়স আইয়ার। স্টার্কের বলে আউট আইয়ার। ৯ বলে ৪ রান করে আউট শ্রেয়স।
3:54 PM, 14 Jan

ক্রিজে এখন শ্রেয়স আইয়ারও ঋষভ পন্থ।
3:51 PM, 14 Jan

আউট বিরাট কোহলি। জাম্পার বিরুদ্ধে বোলিংয়ে জাম্পার হাতে ক্যাচ দিয়েই প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। ১৪ বল খেলে ১৬ রান করে কোহলি আউট হলেন।
3:38 PM, 14 Jan

৭৪ রান করে প্যাট কমিন্সের বলে আউট হলেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ভারতের তৃতীয় উইকেটের পতন।
3:31 PM, 14 Jan

অস্ট্রেলিয়ার স্পিনার আগারের বলে ৪৭ রান করে আউট হলেন ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল।
3:03 PM, 14 Jan

ওডিআই কেরিয়ারে ধাওয়ানের এটি ২৮ নম্বর হাফ সেঞ্চুরি।
3:00 PM, 14 Jan

৬৬ বলে অর্ধশতরান হাঁকালেন শিখর ধাওয়ান।
2:50 PM, 14 Jan

১৬ ওভার শেষে ভারত ৮০/১। শিখর ধাওয়ান ৩৯ রানে ব্যাটিং করছেন।
2:49 PM, 14 Jan

১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৬০ রান হাঁকিয়েছে।
2:03 PM, 14 Jan

৫ ওভার শেষে ভারত ১৯/১
2:02 PM, 14 Jan

মিড অফে ক্যাচ দিয়ে আউট রোহিত।
1:52 PM, 14 Jan

১৫ বল খেলে ১০ রান করে রোহিত আউট হন।
1:52 PM, 14 Jan

আউট রোহিত। স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত শর্মা।
READ MORE

English summary
LIVE: India vs Australia, aus win toss and elected to bowl first in mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X