For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের খেলার আপডেট: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়তে পারেন খলিল

৬ নভেম্বরের সারাদিনের খেলার আপডেট : চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, আই লিগ-র খসড়া সূচি প্রকাশিত

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

বড় চমক আসতে চলেছে এবারের আইপিএলে। দেশের বাইরে প্রদর্শনী ম্যাচ খেলতে পারবে টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি দলগুলি। রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের খবরও। এক নজরে দেখে নিন সব খেলার খবর।

LIVE সারাদিনের খেলার আপডেট: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়তে পারেন খলিল

Newest First Oldest First
9:03 PM, 6 Nov

নির্দেশের বোলিং ফিগার যথাক্রমে ২১-৫১-১০! সেই সঙ্গে ইনিংসে ১০টি মেডেন ওভার করেছেন ১৫ এর কিশোর।
9:03 PM, 6 Nov

১৫ বছরের কিশোর স্পিনার ২১ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করে এই কীর্তি গড়েন। নির্দশের এই বোলিং কীর্তিতে ভর করে প্রথম দিন নাগাল্যান্ডে গুটিয়ে গেল ১১৩ রানে।
9:03 PM, 6 Nov

অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ১০ উইকেট নিয়ে ক্রিকেটদুনিয়ার বিরল কীর্তিতে নিজের নাম জুড়লেন মেঘালয়ের অফস্পিনার নির্দেশ বৈশ্য।
7:19 PM, 6 Nov

ম্যাচ শুরু সন্ধ্যে ৭টায়। সন্ধ্যেই ম্যাচের সময় বৃষ্টিপাত শুরু হলে, ম্যাচে ওভার কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না
7:19 PM, 6 Nov

বৃহস্পিতবার অর্থাৎ ম্যাচের দিন সেক্ষেত্রে বৃষ্টি বাধা হতে পারে। ৭ নভেম্বর সকালে আরও শক্তি হারাবে মহা। তবে নিন্মচাপের কারণে বৃষ্টিপাত হলে রাজকোটে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সমস্যা হতে পারে।
7:19 PM, 6 Nov

শক্তি হারালেও বুধবার রাত থেকে মহা নিন্মচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।
7:19 PM, 6 Nov

বৃহস্পতিবার সকালে গুজরাত উপকূলে ঘূর্ণিঝড় মহার আছড়ে পড়ার কথা ছিল। এখনও পর্যন্ত যা খবর, সেই ঘূর্ণিঝড় আপাতত শক্তিক্ষয় করেছে।
7:18 PM, 6 Nov

দিল্লির পর রাজকোটেও ম্যাচ নিয়ে এবার আশঙ্কা। দূষণের পর এবার বৃষ্টির ভ্রুকুটি।
6:06 PM, 6 Nov

সঙ্গে মাহমুদুল্লাহ আরও জুড়েছেন, 'আমরা প্রত্যেকেই ভারতের শক্তিগুলো জানি। সেকারণে আরও বেশি করে এটা জানি যে, ভারত এই ম্যাচে দারুণভাবে প্রত্যাঘাত দিতে চাইবে। '
6:05 PM, 6 Nov

ম্যাচের আগের দিন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, 'শেষ কয়েক সপ্তাহ বাংলাদেশ ক্রিকেটে টালমাটাল পরিস্থতি চলছে। এর মাঝে ভারতের মতো শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশকে তাঁদের ডেরায় এসে টি-টোয়েন্টি সিরিজে হারাতে পারলে সেটা বাংলাদেশ ক্রিকেটের পক্ষে দারুণ অনুপ্রেরণার হতে চলেছে।'
6:05 PM, 6 Nov

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের ফলে, তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ। এবার বৃহস্পতিবার রাজকোটে মহারণে ভারতকে হারাতে পারলেই সিরিজ জেতার হাতছানির সামনে বাংলাদেশ।
5:40 PM, 6 Nov

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ১৯৪ রানে অলআউট হল আফগানিস্তান। টস জিতে এদিন আফগানদের ব্য়াটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জেসন হোল্ডোর, আলজারি জোসেফ, চেজদের দারুণ বোলিংয়ের সামনে আফগানদের ইনিংস ১৯৪ রানে গুটিয়ে যায়।
5:31 PM, 6 Nov

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে ধারাভাষ্যের বুম হাতে দেখা নাও যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে।
4:07 PM, 6 Nov

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়তে পারেন ভারতের বাঁ-হাতি পেসার খলিল আহমেদ। পরিবর্তে দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। ইঙ্গিত দিলেন রোহিত শর্মা।
2:57 PM, 6 Nov

ফেডারেশনের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, পয়লা ডিসেম্বর ঘরের মাঠ কোয়েম্বাতুরের নেহরু স্টেডিয়ামে আই লিগের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তাদের প্রতিপক্ষ ইম্পলের টিআরএইউ এফসি।
2:56 PM, 6 Nov

ফেডারেশনের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ২০১৯-২০ মরশুমের আই লিগে ২২ ডিসেম্বর প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেদিন বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে সবুজ-মেরুণ। ১৫ মার্চ ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।
2:51 PM, 6 Nov

কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং-র দায়ে গ্রেফতার আরও এক ক্রিকেটার। ধৃতের নাম নিশান্ত শেখাওয়াত বলে জানিয়েছে পুলিশ।
2:50 PM, 6 Nov

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ছেড়ে দিল্লি ক্যাপিটসলসে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। চুক্তি সম্পন্ন।
2:49 PM, 6 Nov

৮০তম জন্মদিনে মা-কে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
1:35 PM, 6 Nov

বৃহস্পতিবার রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা। ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও রয়েই যাচ্ছে।
1:33 PM, 6 Nov

ডেভিস কাপে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। জানালেন টেনিস তারকা মহেশ ভূপতি।
11:46 AM, 6 Nov

আই লিগের খসড়া সূচি প্রকাশ করল এআইএফএফ।
11:45 AM, 6 Nov

পিভি সিন্ধুর পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়ালও।
10:59 AM, 6 Nov

আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট কমাতে চলেছে বিসিসিআই। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
10:58 AM, 6 Nov

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়তে চলেছেন রোহিত শর্মা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হিটম্যান। শীর্ষে পাকিস্তানের শোয়েব মালিক।
9:31 AM, 6 Nov

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের জয়। ড্র করল চেলসি, বার্সেলোনা।
9:29 AM, 6 Nov

আইপিএলে চমক, দেশের বাইরে প্রদর্শনী ম্যাচ খেলতে পারবে ফ্রাঞ্চাইজি দলগুলি। আইপিএল-র গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।

English summary
LIVE Big change in IPL, Champions League and other news update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X