
বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া পাঁচ ভারতীয় বোলারের তালিকা দেখে নেওয়া যাক
১৯৭৫ সাল থেকে শুরু হওয়া ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যে ১১টি সংস্করণ পেরিয়ে গিয়েছে। ২০২৩ সালে টুর্নামেন্টের পরবর্তী সংস্কণ হবে দুই বারের বিশ্বজয়ী ভারতের মাটিতে। এই দেশেরই পাঁচ বোলারের তালিকা দেখে নেওয়া যাক, যাঁরা বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।

কপিল দেব
ভারতকে ১৯৮৩-র বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কপিল দেব রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ১৯৭৯ থেকে ১৯৯২ পর্যন্ত দেশের হয়ে ২৬টি বিশ্বকাপের ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন হরিয়ানা হ্যারিকেন। বিশ্বকাপে কপিলের বোলিং গড় ৩১.৮৫।

অনিল কুম্বলে
ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে দেশের হয়ে ১৮টি বিশ্বকাপের ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে তিনি সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন জাম্বো।

মহম্মদ শামি
ভারতের হয়ে ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপ খেলেছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। যদিও কোনও টুর্নামেন্টই সম্পূর্ণভাবে খেলতে পারেননি বাংলার ফাস্ট বোলার। দেশের হয়ে মাত্র ১১টি বিশ্বকাপের ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন শামি। ১৫.৭০ বোলিং গড়ের অধিকারি এই ফাস্ট বোলার তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

জাভাগাল শ্রীনাথ
ভারতের হয়ে ১৯৯২, ১৯৯৬ এবং ২০০৩ সালের বিশ্বকাপ খেলেছেন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ। মোট ৩৪টি ম্যাচ খেলে ৪৪টি উইকেট নিয়েছেন এই কর্নাটকী। শেষ বা ২০০৩ সালের বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছিলেন শ্রীনাথ। বিশ্বকাপে তাঁর বোলিং গড় ২৭.৮১।

জাহির খান
তালিকার শীর্ষে থাকা প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খান মাত্র ২৩টি বিশ্বকাপের ম্যাচ খেলে জাভাগাল শ্রীনাথের সমসংখ্যক উইকেট নিয়েছেন। ২০.২২ বোলিং গড় নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন জাহির।
ফ্যানেদের ছাড়া আইপিএল তো অতিথি ছাড়া বিয়েবাড়ি! দাদাকে কী বোঝাতে চাইলেন ইরফান