দীর্ঘ প্রতিক্ষার অবসান, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের জোয়ার
চলতি বছর পাকিস্তান সফরে এসেও একটি ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড। কিউয়িদের এই সিদ্ধান্ত বিপাকে ফেলেছিল পাকিস্তান'কে। নিউজিল্যান্ড আকস্মিক সফর বাতিল করায় সমস্যার সম্মুখীন হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজ ভেস্তে যাওয়ায় পাকিস্তান বোর্ডের যা ক্ষতি হয়েছে তা সামলাতে ২০২৩-এর এপ্রিলে পাকিস্তান সফরে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পাকিস্তানে দশটি সাদা বলের ম্যাচ খেলবে কিউয়ি'রা। এছাড়া দু'টি টেস্ট ম্যাচও খেলবে কেন উইলিয়ামসনের দল।

বহু বছর পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কা'র উপর ২০১০-এ উগ্রপন্থীদের হামলার পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে এক ঘরে হয়ে গিয়েছে পাকিস্তান। সে দেশের মাটিতে খেলতে আসার কথা এত দিন দু'বারও ভাবেনি অন্য কোনও দেশ। এ বার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ছন্দ। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে লেখেন, "কিছু স্বপ্ন সত্যি হয়। তোমরা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট চাইতে এবং আমার সেই কথা শুনেছি। এখানে পুরো সূচি রইল। কোন ম্যাচের দিকে তাকিয়ে রয়েছ তোমরা?"
২০২২-এর মার্চ-এপ্রিল মাসে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। বাবর আজমদের বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি ওডিআই এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ক্যাঙ্গারু বাহিনী। ২০২২-এর জুন মাসে ফের পাকিস্তান সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তারা ওডিআই সিরিজ খেলবে বাবর'দের বিরুদ্ধে। এর পরই সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে খেলতে আসবে ইংল্যান্ড। দু'মাসের ব্যবধানে ডিসেম্বরে ফের ইংল্যান্ড আসবে পাকিস্তানে। ডিসেম্বর-জানুয়ারি'তে জো রুট'রা দু'টি টেস্ট তিনটি ওডিআই খেলবে।
২০২৩-এর এপ্রিল মাসে পাঁচটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ২০২৩-এ পাকিস্তানের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।