For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আমারই ভুল ছিল", জীবনের কঠিনতম অধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন শেন ওয়ার্ন

Google Oneindia Bengali News

অনেকেই বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা লিগ স্পিনার মনে করেন শেন ওয়ার্ন'কে। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ার্নের একের পর এক তাক লাগানো পারফরম্যান্স আজও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। অবসর নিলেও তাঁর জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাটা পড়েনি।

আমারই ভুল ছিল, জীবনের কঠিনতম অধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন শেন ওয়ার্ন

জনপ্রিয় মানুষের জীবনেও কঠিন সময় আসে। এমন কিছু ঘটনা থাকে যা সারা জীবন কষ্ট দেয়। জীবনের বাকিটা সময় সেই ভুলের বেদনা'কে সঙ্গী করেই কাটাতে হয়। ওয়ার্নের জীবনেও রয়েছে তেমনই এক ঘটনা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার মধ্যেই জীবনের কঠিন সেই অধ্যায়ের কথা তুলে আনলেন অস্ট্রেলীয়া ক্রিকেটের সোনালি অধ্যায়ের অন্যতম প্রধাণ কাণ্ডারী।

ক্রিকেটার হিসেবে যতটা সফল, ব্যক্তিগত জীবনে ততটাই বিতর্কিত শেন ওয়ার্ন। তাঁকে ঘিরে বিতর্ক কম হয়নি। তাঁকে ঘিরে তৈরি হওয়া একাধিক বিতর্ক মনকে অশান্ত রাখলেও ওয়ার্ন জানিয়েছেন সিমোনি কালাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তাঁর জীবন এবং কেরিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত ছিল। ২০০৫ অ্যাশেজের ঠিক আগেই স্ত্রী'র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ওয়ার্নের। জীবনসঙ্গিনীর সঙ্গে বিচ্ছেদ আজও কষ্ট দেয় ওয়ার্ন'কে।

সংবাদমাধ্যমটিকে ওয়ার্ন বলেছেন, "ডিভোর্সের মুহূর্তটা আমার জীবনে এবং আমার বাচ্চাদের জীবনে সব থেকে কঠিন সময় ছিল এবং এর জন্য আমিই দোষী। আমারই ভুল ছিল। এটাকে সঙ্গে নিয়েই আমায় জীবনের বাকিটা সময় কাটাতে হবে। "

অ্যাশেজ শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটেছিল। ওয়ার্নের কথায়, "আমি চিন্তিয় ছিলাম আমার বাচ্চাদের জন্য। তিনটে মাস আমায় অ্যাশেজ সিরিজে কাটেত হত। আমি পরিবারকে সঙ্গে নিয়েই এসেছিলাম। কিন্তু আমার নিজের কাজের জন্য ওদের বাড়ি (অস্ট্রেলিয়া) ফেরার বিমান ধরেতে হয়। এটাই আমার জীবনের সব থেকে কঠিন সময় ছিল। এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েও দুরন্ত ইংল্যান্ড দলের বিরুদ্ধে অ্যাশজে মাঠে নেমেছিলাম।"

১৯৯৫ সালে কালাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেন ওয়ার্ন। দশ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন এক সঙ্গে। এদের তিন সন্তান (জ্যাকসন, ব্রুক এবং সামার) রয়েছে।

ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেলেও ক্রিকেট মাঠে তার প্রভাব পড়তে দেননি ওয়ার্ন। ২০০৫ অ্যাশেজে ইংল্যান্ডের মাটিতে মারাত্মক পারফর্ম করেছিলেন এই লেগ স্পিনার। পাঁচ ম্যাচের অ্যাশেজে মোট ৪০টি উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ব্যাট হাতে করেছিলেন ২৪৯ রান। ২০১১ সালে ব্রিটিশ অভিনেত্রী লিগ হার্লের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওয়ার্ন। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ২০১৩ সালে ভেঙে যায়।

English summary
Legendary Leg spinner Shane Warne opens up on the lowest point of his life. Warne indicates divorce with his wife was the toughest time he faced and he is the sole responsible for that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X