For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্মীরতন শুক্লা বাংলার নতুন কোচ, ব্যাটিং পরামর্শদাতার দায়িত্বে রামন

Google Oneindia Bengali News

লক্ষ্মীরতন শুক্লাকেই বাংলা দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করতে চলেছে সিএবি। রঞ্জি ট্রফির পরেই ক্লান্তির কারণ দেখিয়ে হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন অরুণ লাল। তারপর থেকেই লক্ষ্মীরতন শুক্লাকে বাংলা দলের হেড কোচের দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে তাঁকেই কোচ হিসেহে বেছে নিল সিএবি। আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার হবে বলে সূ্ত্রের খবর। ভিশন শিবিরে ভিভিএস লক্ষ্মণের বদলিও খুঁজে পেল সিএবি।

লক্ষ্মীরতন শুক্লা বাংলার নতুন কোচ, ব্যাটিং পরামর্শদাতা রামন

লক্ষ্মীর পাশাপাশি হেড কোচ হওয়ার দৌড়ে অ্যান্ডি ফ্লাওয়ারের নামও ভেসে উঠেছিল। তবে বিদেশির কাঁধে দলের ভার না দিয়ে ঘরের ছেলের উপরেই আস্থা রাখলেন সিএবি কর্তারা। লক্ষ্মীরতন শুক্লা বাংলা দলের অধিনায়ক হিসেবে খারুশ মানসিকতা নিয়ে ক্রিকেট খেলা পছন্দ করতেন। উদ্বুদ্ধ করতেন সতীর্থদের। বাংলার ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা লক্ষ্মীর হাত ধরে বাংলা ক্রিকেটে সাফল্যের জোয়ার আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনীতিকে বিদায় জানানোর পর লক্ষ্মী এখন বাংলার অনূর্ধ্ব ২৫ দলের কোচ। এবার তাঁর পদোন্নতি হচ্ছে। লক্ষ্মীর সঙ্গে বাংলার ক্রিকেটারদেরও দারুণ সম্পর্ক। ফলে ড্রেসিংরুমে নতুন আইডিয়া দিয়ে লক্ষ্মী দলকে সমৃদ্ধ করে তুলবেন বলেই সকলের আশা।

ভিভিএস লক্ষ্মণ ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ডিরেক্টর হয়ে গিয়েছেন। ফলে ভিশনের জন্য ব্যাটিং পরামর্শদাতাও প্রয়োজন। এই পরিস্থিতিতে ভিশন ও বাংলার ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হতে চলেছেন ডব্লিউভি রামন। তিনি বাংলার হেড কোচের দায়িত্বও সামলেছেন। তাঁকে ব্যাটিং পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেন খোদ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। রামন সেই প্রস্তাব গ্রহণ করেছেন। ভারতের মহিলা দলের কোচের ভূমিকা সামলানো ভারতের প্রাক্তন এই ক্রিকেটার বিভিন্ন শিবিরে উপস্থিত থাকবেন। তবে টুর্নামেন্ট চলাকালীন তিনি সব সময় হাজির থাকবেন না।

লক্ষ্মীরতন শুক্লার বাংলা দলে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁরই প্রাক্তন সতীর্থ অশোক দিন্দাকে। লক্ষ্মী-দিন্দা বাংলাকে অনেক সাফল্যও এনে দিয়েছেন। বল হাতে যে কোনও সময় নিজেকে উজাড় করে দিতেন দিন্দা। জুটি ভাঙতে তাঁর জুড়ি মেলা ভার। লক্ষ্মীর অধিনায়কত্বেও দিন্দা অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন। দিন্দা এখন ময়নার বিজেপি বিধায়ক। আবার বাংলা দলে থাকা মনোজ তিওয়ারি তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্য়াণ প্রতিমন্ত্রী। লক্ষ্মী রাজনীতি ছাড়ার পরই ভোটে জিতে এই মন্ত্রিত্ব পান মনোজ। সবমিলিয়ে বাংলা ক্রিকেট দলে গঙ্গার টাটকা বাতাস আসতে চলেছে। ভিশন শিবিরে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে ভেঙ্কটেশ প্রসাদকে।

English summary
Laxmi Ratan Shukla Will Be Named As Bengal's Head Coach By CAB. WV Raman Will Be The New Batting Consultant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X