For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যাটিং অস্ট্রেলিয়ার, বৃষ্টিবিঘ্নিত দিন শেষের দিকে স্বস্তি পেল ইংল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

প্রথম তিনটি টেস্ট জিতে নিয়ে ইতিমধ্যেই অ্যাশেজ দখলে রাখা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। আজ থেকে সিডনিতে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। তিন সেশনেই দফায় দফায় বৃষ্টির জেরে সারাদিনে খেলা হলো মাত্র ৪৬.৫ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১২৬।

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যাটিং অস্ট্রেলিয়ার

বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় এদিন খেলা শুরু হয় অনেক দেরিতে। প্রথম সেশনে ১২.৩ ওভার হওয়ার পর ফের বৃষ্টি নামায় মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা করা হয়। লাঞ্চে অজিদের স্কোর ছিল বিনা উইকেটে ৩০। এরপর ১৯ ওভারের মাথায় ৫০ রান পূর্ণ হয় অস্ট্রেলিয়ার। ২১.৪ ওভারের মাথায় ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। চা বিরতির আগে আর একটিও বল না হওয়ায় প্যাট কামিন্সের দলের স্কোর ছিল ১ উইকেটে ৫৬। তৃতীয় সেশনেও ফের বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দিতে হয়। ক্রিজে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা।

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যাটিং অস্ট্রেলিয়ার

২১ ওভারের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে। ৬টি চারের সাহায্যে ৭২ বলে ৩০ রান করে স্টুয়ার্ট ব্রডের শিকার হন ডেভিড ওয়ার্নার। এরপর ৩৯.১ ওভারে মার্কাস হ্যারিসকে ফেরান জেমস অ্যান্ডারসন অজি ওপেনার চারটি বাউন্ডারির সাহায্যে ১০৯ বলে ৩৮ রান করে আউট হন। ৪০.২ ওভারের মাথায় মার্নাস লাবুশানে ৫৯ বলে ২৮ রানে কট বিহাইন্ড হন মার্ক উডের বলে। হ্যারিস ও লাবুশানে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন। ৮ বলের মধ্যে এই দুই উইকেট তুলে নিতে কিছুটা স্বস্তি পায় জো রুটের দল।

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যাটিং অস্ট্রেলিয়ার

দিনের শেষে স্টিভ স্মিথ ৬ ও উসমায় খাওয়াজা চার রানে অপরাজিত রয়েছেন। অ্যান্ডারসন, ব্রড ও উড একটি করে উইকেট পেয়েছেন। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে।

English summary
Late Wickets Lift England On Rainy First Day Of The Fourth Test Against Australia In Sydney. At Stumps, Australia Have Scored 126 Runs For The Loss Of Three Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X