For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ৬ আইসিসি টুর্নামেন্ট ফাইনালের নিরিখে ভারত-নিউজিল্যান্ড টেস্ট মহারণ আলাদা কোথায়?

শেষ ৬ আইসিসি টুর্নামেন্ট ফাইনালের নিরিখে ভারত-নিউজিল্যান্ড টেস্ট মহারণ আলাদা কোথায়?

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টা পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। সাউদাম্পটনের এজিয়াস বোলে অনুষ্ঠিত হতে চলা হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মনে প্রবল উন্মাদনা। সেই আবহে পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক শেষ ৬ আইসিসি টুর্নামেন্টের ফাইনালের নিরিখে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ আলাদা ঠিক কোথায়।

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের পরিচিত এবং স্বাচ্ছন্দ্যের লর্ডসে ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল সুপার ওভারের মাধ্যমে নির্ধারিত হয়েছিল। ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এক চুলের জন্য প্রথম বারের জন্য ট্রফি জিততে ব্যর্থ হয়েছিল নিউজিল্যান্ড।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডেই অনুষ্ঠিত হওয়া ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ফকর জামানের শতরানের সৌজন্যে বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করেছিল পাক দল। তারকাখচিত ব্যাটিং লাইন আপ নিয়েও সেই ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের পাকিস্তান।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপ

২০১৬ সালের টি২০ বিশ্বকাপ

দেশের মাটিতে হওয়া টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ান শিবিরকে দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন কার্লোস ব্রাথওয়েট। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মারলন স্যামুয়েলস।

২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ

২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ

দেশের মাটিতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ভারত এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম বারের জন্য এই খেতাব জিতেছিল অজি শিবির। ২০১৫ সালে মাইকেল ক্লার্কের অধিনায়কত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ

২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিলেন এমএস ধোনি, বিরাট কোহলিরা। জবাবে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আলাদা কোথায়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আলাদা কোথায়

২০১৩ সালে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারিয়েছিল ভারত। সবমিলিয়ে শেষ ৬ আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পৃথক ছয় দল। তার প্রেক্ষিতে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও আলাদা দলকে খেতাব জিততে দেখা যাবে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই নিরিখে নিউজিল্যান্ডের পাল্লা ভারতের থেকে কিছুটা হলেও ভারী। কারণ শেষ ৬ আইসিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি কিউয়ি শিবির। তবে পরিসংখ্যানের উর্ধ্বে পারফরম্যান্সই কথা বলবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

English summary
Last six ICC tournaments have had six different winniers, what will be the result of World Test Championship final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X