For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে সর্বাধিক রানের ব্যবধানে জেতা ম্যাচের ক্রম তালিকা দেখে নেওয়া যাক

আইপিএলে সর্বাধিক রানের ব্যবধানে জেতা ম্যাচের তালিকা দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আগামী সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। তারই মধ্যে দেখে নেওয়া যাক আইপিএল সংক্রান্ত এক পরিসংখ্যান। টুর্নামেন্টে সর্বাধিক রানের ব্যবধানে জেতা ম্যাচের তালিকায় নজর ফেরানো যাক।

পঞ্চম স্থানে ফ্লপ আরসিবি

পঞ্চম স্থানে ফ্লপ আরসিবি

২০১৩ সালের আইপিএলে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল টুর্নামেন্টের অন্যতম ফ্লপ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল আরসিবি। ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি পুনে। ১৩০ রানে ম্যাচ জিতেছিলেন বিরাট কোহলিরা।

চতুর্থ স্থানেও বিরাট শিবির

চতুর্থ স্থানেও বিরাট শিবির

২০১৫ সালে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল হোম টিম। ৫৭ বলে ১১৭ রান করেছিলেন ক্রিস গেইল। জবাবে ১৩৮ রান আগেই থেমে গিয়েছিল প্রীতি জিন্টার দল।

তৃতীয় স্থানে কেকেআর

তৃতীয় স্থানে কেকেআর

আইপিএলের প্রথম সংস্করণের (২০০৮) প্রথম ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। হোম টিম আরসিবি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান তুলেছিল কেকেআর। ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কিউয়ি কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকুলাম। জবাবে ৮২ রানেই অল-আউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৪০ রানে ম্যাচ জিতেছিল কলকাতা।

দ্বিতীয় স্থানেও ব্যাঙ্গালোর

দ্বিতীয় স্থানেও ব্যাঙ্গালোর

২০১৬ সালে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত লায়নসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল হোম টিম। ৫২ বলে ১২৯ রান করেছিলেন এবি ডিভিলিয়ার্স। ৫৫ বলে ১০৯ রান করেছিলেন বিরাট কোহলি। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল গুজরাত। ১৪৪ রানে ম্যাচ জিতেছিল আরসিবি।

শীর্ষ রোহিত শিবির

শীর্ষ রোহিত শিবির

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই তালিকাতেও শীর্ষ স্থানে অবস্থান করছে। ২০১৭ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল রোহিত শর্মার দল। ৩৫ বলে ৬৩ রান করেছিলেন কাইরন পোলার্ড। জবাবে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি। ১৪৬ রানে ম্যাচ জিতেছিল এমআই।

English summary
Largest victory margins in the history of Indian Premier League in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X