For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট চলাকালীনই ধাক্কা শ্রীলঙ্কার ক্রিকেটে, স্থগিত হয়ে গেল কোন টুর্নামেন্ট?

Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে গল টেস্টে প্রথম ইনিংসে লিড আদায় করে নিয়েছে শ্রীলঙ্কা। যদিও সেই দিনই বড় ধাক্কা শ্রীলঙ্কার ক্রিকেটে। দেশের সঙ্কট, বিশেষ করে অর্থনৈতিক কারণে পিছিয়ে দেওয়া হলো লঙ্কা প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপও শ্রীলঙ্কা থেকে সরার পথে। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহী কিংবা বাংলাদেশে হতে পারে।

দুই সপ্তাহের মধ্যে শুরুর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে এলপিএল আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। বিদেশি ক্রিকেটারদের নিয়ে এই টি ২০ লিগ আয়োজনের প্রস্তুতি ভালোই চলছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে স্পনসর সমস্যা। যার জেরে আগ্রহ কমছিল ফ্র্যাঞ্চাইজিগুলিরও। আপাতত সিদ্ধান্ত হয়েছে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে চলতি বছরে পরের দিকে এই লিগ আয়োজন করা হবে। যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে ক্রিকেট মহল।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট চলাকালীনই ধাক্কা শ্রীলঙ্কার

টুর্নামেন্টের স্বত্বাধিকারী ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ এফজেডই (আইপিজি)-র অনুরোধেই শ্রীলঙ্কা ক্রিকেট এলপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেই এই সিদ্ধান্তের কারণ বলে উল্লেখ করা হয়েছে। এর আগেও অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই আয়োজিত হয়েছে এই লিগ। কিন্তু এবার পরিস্থিতি আগের চেয়ে প্রভূত খারাপ। ২০২০ ও ২০২১ সালে এলপিএল বেশ জনপ্রিয় হয়েছিল। জাতীয় দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন এলপিএলে ভালো খেলার দৌলতেই। স্পিনার মাহিশ থিকশানাও প্রথম নজরে পড়েন শ্রীলঙ্কার এই টি ২০ লিগেই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনাও ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সম্প্রতি চামিকা করুণারত্নেতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে দুই দিন দাঁড়িয়ে থাকতে। গাড়িতে তেল না ভরায় ক্লাব ক্রিকেট খেলে প্রস্তুতি নিতেও পারছেন না করুণারত্নের মতো ক্রিকেটাররা।

জ্বালানি সংকট চরমে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। তার মধ্যেও ক্রিকেট চলছে শ্রীলঙ্কায়। কিন্তু এলপিএল স্থগিত হয়ে যাওয়া এবং এশিয়া কাপের সরে যাওয়ার পরিস্থিতি নিঃসন্দেহে ধাক্কা। এদিকে, গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে পাকিস্তান ২১৮ রানে শেষ হয়। বাবর আজম ১১৯ রান করেন, ৮২ রানে পাঁচ উইকেট নেন প্রভাত জয়সূর্য। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নের উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৬ রান তুলেছে। লিড ৪০ রানের।

English summary
Lanka Premier League 2022 Has Been Postponed Due To The Economic Situation In Sri Lanka. The Tournament Will Take Place This Year Subject To Easing Of The Crisis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X