For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ল্যাম্বারঘিনি থেকে অ্যাস্টন মার্টিন! ব্র্যান্ড পাল্টেও ধোনি অবিশ্বাস্য - ফিটনেসে অনুপ্রেরণা অজিদের

ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে মাইকেল ক্লার্ক বলেছেন, ধোনি ল্যাম্বারঘিনি থেকে অ্যাস্টন মার্টিনে রূপান্তরিত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ল্যাম্বারঘিনি ও অ্যাস্টন মার্টিন, গাড়ির দুনিয়ায় সেরা ব্র্যান্ডগুলির মধ্যে দুটি। একদিকে ল্যাম্বারঘিনিতে রয়েছে তারুণের তেজ, অ্যাস্টন মার্টিন-এ রয়েছে আভিজাত্য, বিলাস ও নির্ভরতা। মেলবোর্নে ধোনি ভারতীয় দলকে একদিনের সিরিজে চ্যাম্পিয়ন করার পর প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক জানালেন মহেন্দ্র সিং ধোনি আগে ছিলেন ল্যাম্বারঘিনি, এখন হয়েছেন অ্যাস্টন মার্টিন।

এমএস ধোনি - ল্যাম্বারঘিনি থেকে অ্যাস্টন মার্টিন

একদিনের সিরিজের তিনটি ম্যাচেই ধোনি অর্ধশতরান করেছেন। তা মধ্যে দুটিতে অপরাজিত ছিলেন। মোলবোর্নে ৭ উইকেটে জেতায় ভারত ২-১ ফলে সিরিজে জয় পেয়েছে। আর এরপরই এক সাক্ষাতকারে মাইকেল ক্লার্ক জানিয়েছেন, ধোনি এখন আরও অভিজ্ঞ, তিনি এখন পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেন।

ক্লার্কের ভাষায় ধোনি ল্যাম্বারঘিনি থেকে অ্যাস্টন মার্টিনে রূপান্তরিত হয়েও একই রকম অবিশ্বাস্য খেলোয়াড় থেকে গিয়েছেন। তবে তাঁর মতে একটা অদলবদল ধোনি করে নিয়েছেন তাঁর খেলায়। নিজের খেলা সম্পর্কে তাঁর ধারণা এখন আরও স্বচ্ছ।

ক্লার্কের জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে ধোনির কোনও পার্টনার প্রয়োজন ছিল না। উল্টোদিকের ব্য়াটসম্যান শূন্য করুন বা শতরান করুন, ২০ বলে ৫০ চাই এরকম পরিস্থিতিতে তার কাজ থাকত ধোনিকে যত বেশি সম্ভব সুযোগ দেওয়া। আর এখন ধোনি জানেন, তাঁর পার্টনারের সেই সব বাউন্ডারি মারা কত গুরুত্বপূর্ণ।

শুধু ক্লার্ক নন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্য়াটসম্যান তথা বর্তমান কোচ ল্যাঙ্গারের মুখেও ধোনিকে নিয়ে মুগ্ধতা শোনা গিয়েছে। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ধোনির বিরুদ্ধে খেলাটা তাঁদের তরুণ ক্রিকেটারদের কাছে শিক্ষনিয় অভিজ্ঞতা।

৩৭ বছর বয়সে ধোনি যে ফিটনেস ধরে রেখেছেন তাতে বিস্মিত ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ায় প্রচন্ড গরমে পর পর তিনটি একদিনের ম্যাচে ধোনি যেভাবে দুই উইকেটের মাঝে দৌড়েছেন, তাতে করে অজি দলের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তাদের কোচ।

English summary
Michael Clarke heaped praise on India wicket-keeper-batsman Mahendra Singh Dhoni saying that Dhoni has transformed from a Lamborghini to an Aston Martin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X