For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি-র টেস্ট তালিকার শীর্ষে বিরাট, সিডনিতে দ্বিশতরানের দৌলতে তিনে লাবুশানে

আইসিসি-র টেস্ট তালিকার শীর্ষে বিরাট, সিডনিতে দ্বিশতরানের দৌলতে তিনে লাবুশানে

  • |
Google Oneindia Bengali News

সিডনি দ্বিশতরান সহ গত পাঁচটি টেস্টে দাপটের সঙ্গে ৮৯৬ রান করার পুরস্কার বছরের শুরুতেই পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। কেরিয়ারের সেরা টেস্ট র‌্যাঙ্কিং-এ পৌঁছলেন তিনি। তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সিডনি টেস্টে শতরানের দৌলতে ফের টেস্ট ক্রম তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

১১০ থেকে ৩

১১০ থেকে ৩

২০১৯-র শুরুতে অস্ট্রেলিয় ব্যাটসম্যান মার্নাস লাবুশানের টেস্ট র‌্যাঙ্কিং ছিল ১১০। এরপর গত মরশুমে তাঁর ব্যাট থেকে টেস্টে ৯০০-রও বেশি রান আসে। এক বছরের মধ্যেই আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার প্রথম তিনে ঢুকে পড়েছেন লাবুশানে। নতুন বছরে প্রকাশিত টেস্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান। ৮২৭ পয়েন্ট অর্জন করেছেন তিনি।

শীর্ষে বিরাট, দুইয়ে স্মিথ

শীর্ষে বিরাট, দুইয়ে স্মিথ

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকায় ৯২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ৯১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তিনি।

নামলেন উইলিয়ামসন, পাঁচে ওয়ার্নার

মার্নাস লাবুশানে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে আসায় চতুর্থ স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ব্যর্থ হওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮১৪ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ৭৯৩ পয়েন্ট নিয়ে দীর্ঘদিন পর তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।

নামলেন পূজারা ও রাহানে

নামলেন পূজারা ও রাহানে

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট তালিকায় বেশ কয়েকধাপ নেমে গিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ৭৯১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন তিনি। ৭৫৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে অবস্থান ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।

বোলারদের তালিকায় ভারতের তিন

বছরের শুরুতে আইসিসি প্রকাশিত বোলারদের টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। ৯০৪ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ৮৫২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নেইল ওয়াগনের। ৮৩০ পয়েন্ট অর্জন করা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার রয়েছেন তৃতীয় স্থানে। ভারতের জসপ্রীত বুমরা, রবীচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি যথাক্রমে ৬, ৯ ও ১০ নম্বর স্থান ধরে রেখেছেন।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

আইসিসি প্রকাশিত অল-রাউন্ডারদের টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার রবীচন্দ্রন অশ্বিন রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।

English summary
Labuschagne reach at top three position of ICC Test ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X