For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Bangladesh: ব্যাটে-বলে দুরন্ত কুলদীপ, বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

  • |
Google Oneindia Bengali News

চট্টগ্রাম টেস্টে বড় জয়ের গন্ধ পেতে শুরু করল লোকেশ রাহুলের দল। আজ ছিল টেস্টের দ্বিতীয় দিন। ভারতের ৪০৪ রানের জবাবে দিনের শেষে ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটে-বলে আজ দুরন্ত পারফরম্যান্স করলেন গত বছরের ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলা কুলদীপ যাদব।

 বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

আজ চা বিরতির কিছুক্ষণ আগে ভারতের প্রথম ইনিংসে যবনিকা পতন হয়। এরপর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১০ ওভার ব্যাট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছিল। শেষ সেশনে পড়ল আরও ৬টি উইকেট। নাজমুল হোসেন শান্ত ইনিংসের প্রথম বলেই আউট হন। ইয়াসির আলি ১৭ বলে ৪ রান করে আউট হন ৩.৩ ওভারে দলগত ৫ রানের মাথায়। তৃতীয় সেশনে একে একে ফিরে যান লিটন দাস (৩০ বলে ২৪), জাকির হাসান (৪৫ বলে ২০), শাকিব আল হাসান (২৫ বলে ৩)। ২৪.২ ওভারে ৭৫ রানের মধ্যেই বাংলাদেশের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে চলে যায়।

এরপর পাঁচ রানের ব্যবধানে বাংলাদেশের আরও তিনটি উইকেট পড়ে। ৯৭ রানে ষষ্ঠ এবং ১০২ রানে সপ্তম ও অষ্টম উইকেটের পতন ঘটে। নুরুল হাসান ২২ বলে ১৬, মুশফিকুর রহিম ৫৮ বলে ২৮ ও তাইজুল ইসলাম ৪ বলে ০ রানে আউট হন। দিনের শেষে বাংলাদেশ ভারতের চেয়ে ২৭১ রানে পিছিয়ে রয়েছে। মেহেদি হাসান মিরাজ ৩৫ বলে ১৬ ও ইবাদত হোসেন ২৭ বলে ১৩ রানে ব্যাট করছেন।

কুলদীপ যাদবের ১০ ওভারে তিনটি মেডেন, ৩৩ রানের বিনিময়ে তিনি চারটি উইকেট দখল করেছেন। একটি মেডেন-সহ ৯ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি মেডেন-সহ ৮ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে পুরেছেন উমেশ যাদব। রবিন্দ্রন অশ্বিনের ১০ ওভারের ১টি মেডেন, ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। এর আগে, ভারত প্রথম ইনিংসে তোলে ৪০৪ রান। শ্রেয়স আইয়ার ৮৬ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৮ রান করেন। টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেলে ৪০ রান করেন কুলদীপ। এতদিন পর টেস্ট খেলতে নেমে নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন ভারতের এই স্পিনার। আত্নবিশ্বাস বাড়ে প্রথম ওভারেই উইকেট পাওয়ায়। অ্যাকশনে তেমন কোনও পরিবর্তন না করেও বৈচিত্র্যময় বোলিংয়েই এই সাফল্য বলে জানিয়েছেন কুলদীপ। ব্যাট করার সময় উইকেটে বল ঘুরবে বলে নিশ্চিত ছিলেন। সেই পরিকল্পনামাফিকই এগিয়েছেন। অ্যারাউন্ড দ্য উইকেট বোলিংও উপভোগ করছেন।

FIFA World Cup 2022: ফ্রান্স চাইছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়, আর্জেন্তিনাকে হারালেই কোন কোন নজির?FIFA World Cup 2022: ফ্রান্স চাইছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়, আর্জেন্তিনাকে হারালেই কোন কোন নজির?

English summary
India Eye Big Test Win Over Bangladesh In Chattogram. Kuldeep Yadav Bags 4 Wickets Mohammed Siraj Gets 3 Wickets, Bangladesh Trail By 271 Runs At The End Of Day 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X