For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মাই নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, কুল-চা জুটি আর বিষ্ণোইকে রেখে ভারতীয় দলে চমক

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য আজ ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দল নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। তিনি এদিনই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে চূড়ান্ত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন। এই প্রথম রোহিত শর্মার নেতৃত্বে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে খেলতে হবে বিরাট কোহলিকে।

কুল-চা জুটি আর বিষ্ণোইকে রেখে ভারতীয় দলে চমক

দলে ফেরানো হয়েছে কুলদীপ যাদবকে। ফলে কুল-চা জুটি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। তরুণ এই লেগস্পিনারকে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজের দলে রাখা হয়েছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর এই প্রথম অভিজ্ঞ রিস্ট স্পিনার কুলদীপ যাদব জাতীয় দলে কামব্যাক করলেন। রবিচন্দ্রন অশ্বিন সাদা বলের ক্রিকেট দলে নেই, তাঁর চোট রয়েছে বলে জানা যাচ্ছে। দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর, আবেশ খান। একদিনের দলে রাখা হয়েছে রাজস্থানের অধিনায়ক দীপক হুডাকে, এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। একদিনের দলে রাখা হয়নি ভেঙ্কটেশ আইয়ারকে।

কুল-চা জুটি আর বিষ্ণোইকে রেখে ভারতীয় দলে চমক

কুলদীপ যাদবের কামব্যাকের সঙ্গেই উল্লেখযোগ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নতুন মুখ রবি বিষ্ণোইয়ের সুযোগ পাওয়া। ভুবনেশ্বর কুমারকে একদিনের সিরিজের দলে রাখা হলেও টি ২০ সিরিজের দলে রাখা হয়নি বলেও জানা গিয়েছে। কুলদীপ যাদব রবি শাস্ত্রী ও বিরাট কোহলির জমানায় দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কুলদীপের উপর আস্থা প্রকাশ করছেন। গত সেপ্টেম্বরে তাঁর পায়ে অপারেশন হয়েছিল। ২০২০ সালের জানুয়ারিতে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ খেলার পর দীর্ঘদিন তাঁকে দলের বাইরে রাখা হয়। গত বছর শ্রীলঙ্কা সিরিজে ভারতের যে দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছিল সেই একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে খেলার সুযোগ পান কুলদীপ। গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি একদিনের আন্তর্জাতিকে সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে।

রাজস্থানের প্রতিভাবান স্পিনার রবি বিষ্ণোই পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছেন, এবার তাঁকে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকা রবি এই প্রথম ভারতীয় দলে ডাক পেলেন। ৪২টি টি ২০ ম্যাচে তাঁর ৪৯টি উইকেট রয়েছে। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলে থাকা ক্রিকেটারদের বেঙ্গালুরুর এনসিএতে ফিটনেস টেস্ট হতে পারে। আমেদাবাদে পৌঁছে ৩ দিন নিভৃতবাসে কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। আমেদাবাদে কয়েকদিনের শিবির হতে পারে ফেব্রুয়ারির প্রথম থেকে। ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি তিনটি একদিনের আন্তর্জাতিক খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় আসবে। ইডেনে তিনটি টি ২০ আন্তর্জাতিক ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।

ভারতের একদিনের সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আবেশ খান।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। লোকেশ রাহুল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক থেকে বাকি ম্যাচগুলি খেলবেন। রবীন্দ্র জাদেজার হাঁটু অপারেশনের পর তাঁর যে সেরে ওঠার প্রক্রিয়া চলছে তা শেষ পর্যায়ে। তবে তিনিও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে নেই। বোর্ডসূত্রে খবর, আমেদাবাদের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আইপিএলের আগে ভারতীয় দলের হয় মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন।

ভারতের টি ২০ সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল।

English summary
KulCha Duo In Rohit Sharma-Led Indian Team's Limited Overs Series Against West Indies. Virat Will Play In Both Formats As Ravi Bishnoi Gets Maiden Call-Up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X