For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাওয়ানকে ছেড়ে টি-টোয়েন্টিতে এবার লোকেশ রাহুলে ফোকাস করুক ভারত, চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপের আর দশ মাস বাকি। সামনের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে ফোকাস করতে এবার লোকেশ রাহুলকে ধারাবাহিকভাবে খেলানো উচিত, মনে করছেন কৃষ্ণামাচারী শ্রীকান্ত।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের আর দশ মাস বাকি। সামনের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে ফোকাস করতে এবার লোকেশ রাহুলকে ধারাবাহিকভাবে খেলানো উচিত, মনে করছেন কৃষ্ণামাচারী শ্রীকান্ত।

ধাওয়ানকে ছেড়ে টি-টোয়েন্টিতে এবার লোকেশ রাহুলে ফোকাস করুক ভারত, চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

দেশের প্রাক্তন এই ক্রিকেটার বলেন, 'ওপেনার হিসেবে ধাওয়ান তো সুযোগ পাচ্ছেই। এবার ব্যাক আপ হিসেবে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে নিয়মিত সুযোগ দেওয়া হোক। ওপেনার হিসেবে রাহুল দারুণ সফল ক্রিকেটার।'

প্রসঙ্গত আগেও বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে ধাওয়ান চোট পান। আঙুলের হার ভাঙার কারণে এরপর দেশে ফিরে এসেছিলেন ধাওয়ান।

পরে লোকেশ রাহুল পরিবর্ত ওপেনার হিসেবে খেলেছেন। মোটের উপর ওপেনিংয়ের রোহিতের সঙ্গে রাহুলের নতুন পার্টনারশিপ দারুণ জমেছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেই পার্টনাশিপের দেখা যেতে চলেছে। চোটের কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে ধাওয়ান বাদ পড়েছেন, যারপর তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসেবে সঞ্জু স্যামসন দলে এসেছেন। অতএব এবার রোহিতের সঙ্গে রাহুলের জুটিকে ফের ওপেনিংয়ে খেলতে দেখা যেতে চলেছে।

শুধু তাই নয় আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়েও দারুণ সফল ক্রিকেটার রাহুল। সেকারণে অক্টোবরে বিশ্বকাপ টুর্নামেন্টকে মাথায় রেখে পরিবর্ত ওপেনার হিসেবে রাহুলকে তৈরি রাখার পরামর্শ দিয়েছেন শ্রীকান্ত।

English summary
Krishnamachari Srikkanth wants Indian team to back KL Rahul as opener over in T20Is
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X