For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএলে আজ মুম্বই-বধে কীভাবে লাভবান কেকেআর? জানুন সম্ভাব্য একাদশ ও দ্বৈরথের ফল

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। বিগত ৬ বছরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ১৩টি ম্যাচে মাত্র একটিতেই জিতেছে কেকেআর, ২০১৯ সালে ইডেনে। গত বছর আবু ধাবিতেই দুবার নাইট-বধ সেরেছিল রোহিত শর্মার দল। গত বছরের আইপিএলে ২৩ সেপ্টেম্বর প্রথম সাক্ষাতে ৪৯ রানে এবং ১৬ অক্টোবর ৮ উইকেটে। আইপিএলের দ্বিতীয়ার্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা ছিলেন না, চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হারে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯২ রানে গুটিয়ে দিয়ে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছিল কলকাতা। ফলে আজকের দ্বৈরথ নাইটদের কাছে বদলা নেওয়ারই ম্যাচ। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

উত্থানের হাতছানি

আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এই কারণে যে, আজ জিতলে মুম্বই ইন্ডিয়ান্স আরসিবিকে সরিয়ে তিনে উঠে আসতে পারবে। আবার কেকেআর জিতলে ইয়ন মর্গ্যানরা রোহিত শর্মাদের সরিয়ে চলে আসবেন চারে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের। কলকাতা নাইট রাইর্ডাসের ৬। নাইটদের নেট রান রেট ০.১১০। রাজস্থান রয়্যালসের (মাইনাস) -০.১৫৪ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মাইনাস (-)০.০৭১। তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৮ ম্যাচে ১০ পয়েন্ট থাকলেও বিরাটের দলের নেট রান রেট (মাইনাস) -০.৭০৬।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নিশ্চিতভাবেই বদল আসতে চলেছে। চেন্নাই ম্যাচে দলে ছিলেন না রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। কায়রন পোলার্ড বলেছিলেন, আমি একটি ম্যাচেই নেতৃত্ব দিচ্ছি। গতকাল সাংবাদিক বৈঠকে ট্রেন্ট বোল্টও বলতে রোহিত বা হার্দিকের ফিটনেস বা ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে কিছু বলতে চাননি। তবে আজ মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার যে ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তাতে মনে করা হচ্ছে এদিন রোহিতই নেতৃত্ব দেবেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ডকে পাত্তা না দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক জোর দিতে চান পার্টনারশিপ গড়ার দিকেই, যেটা করতে না পারাতেই সিএসকে ম্যাচে হারতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়নদের। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক) বা আনমোলপ্রীত সিং, কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া বা সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

উইনিং কম্বিনেশনে নাইটরা

আরসিবি-র বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে জায়গা পাকা করতে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে নাইট শিবির। ইয়ন মর্গ্যানরা আজ উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারেন। শুভমান গিল দারুণভাবে কামব্যাক করেছেন, ভেঙ্কটেশ আইয়ার যেমন চমক দিয়েছেন ব্যাট হাতে, তেমনই আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীরা বল হাতে কামাল দেখিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

মাইলস্টোনের সামনে

মাইলস্টোনের সামনে

আজ আইপিএলে ৫০তম ম্যাচ খেলবেন শুভমান গিল। আইপিএলে ৫৫০০ রান করতে রোহিত শর্মার দরকার আর ২০ রান। কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ১৮ রান প্রয়োজন। কেকেআরের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং গড় ৪৬.৭৬, স্ট্রাইক রেট ১৩৩-এর উপরে। ৫৪ রান করলে দীনেশ কার্তিকের আইপিএলে চার হাজার রান পূর্ণ হবে। আইপিএলে ১০০টি ছক্কা মারতে হার্দিক পাণ্ডিয়ার দরকার ৫টি ওভার বাউন্ডারি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ৫০তম উইকেট পেতে ক্রুণাল পাণ্ডিয়ার দরকার ১টি উইকেট। আইপিএলে ১১৪টি ক্যাচ ধরেছেন উইকেটকিপার দীনেশ কার্তিক, আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডের জন্য তাঁর দরকার একটি ক্যাচ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kolkata Knight Riders Will Be At Fourth Position If Eoin Morgan's Side Beat Mumbai Indians. KKR Have Won Only Once Against MI In Their Last 13 Meetings Since 2015.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X