For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের আগে নতুন স্পনসর পেল কেকেআর, শাহরুখের সিপিএল দলেও স্পনসরশিপে বদল

আইপিএলের আগে নতুন স্পনসর পেল কেকেআর, শাহরুখের সিপিএল দলেও স্পনসরশিপে বদল

  • |
Google Oneindia Bengali News

করোনা কাঁটার মাঝে অবশেষে আমিরশাহীতে বসতে চলেছে আইপিএলের আসর। এই নিয়ে দ্বিতীয়বার টুর্মামেন্টের আসর উপমহাদেশের বাইরে বসতে চলেছে। টুর্নামেন্ট শুরু ১৯ সেপ্টেম্বর। তার আগে নতুন স্পনসরের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স।

নতুন স্পনসর কে?

নতুন স্পনসর কে?

কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে,আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং ত্রিনিবাগো নাইট রাইডার্সের প্রধান স্পনসর হল ফ্যানটাসি গেমিং প্ল্যাটফর্ম এমপিএল। ১৮ অগাস্ট থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ত্রিনবাগো নাইট রাইডার্স দলকে এই স্পনসরের নাম লেখো জার্সি পরে খেলতে দেখা যাবে।

বাইজুংয়ের সঙ্গে সম্পর্ক ছেদ

বাইজুংয়ের সঙ্গে সম্পর্ক ছেদ

এর আগে অনলাইনে পড়ার অ্যাপ বাইজুংসের সঙ্গে কেকেআরের চুক্তি ছিল। নাইটদের প্রধান স্পনসর ছিল বাইজুং। গত বছর মার্চে নোকিয়ার বদলে বাইজুস শাহরুখের ফ্র্যাঞ্চাইজির নতুন স্পনসর হয়।

বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান

বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান

প্রসঙ্গত লেখাপড়ার অনলাইন অ্যাপ সংস্থা বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। উল্লেখ্য বাইজুস ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম স্পনসর।

কোন কেকেআরের স্পনসর চুক্তি ছাড়ল বাইজুস

কোন কেকেআরের স্পনসর চুক্তি ছাড়ল বাইজুস

ভিভোর সঙ্গে এক মরসুমের জন্য বিসিসিআইয়ের বিচ্ছেদের পর বোর্ড নতুন স্পনসরের খোঁজ করছে। যেখানে বাইজুসও আইপিএলের টাইটেল স্পনসর হতে আগ্রাহী বলে খবর। সেই কারণেই তারা কেকেআরের সঙ্গে চুক্তি থেকে সরে গেল কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

ভেঙ্কি মাইসোর যা জানিয়েছেন

ভেঙ্কি মাইসোর যা জানিয়েছেন

কেকেআর-এর মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসর টুইট করে নতুন স্পনসরের সঙ্গে চুক্তির কথা জানান। অন্যদিকে এমপিএলের ভিপি অভিষেক মাধবন জানিয়েছেন, কেকেআরের মতো দু'বারের আইপিএল জয়ী দলের প্রধান স্পনসর হতে পারায় তারাও উচ্ছ্বসিত।

English summary
Kolkata Knight Riders, Trinbago Knight Riders Name MPL As main Sponsors For IPL And CPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X