For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএল ফাইনালে উঠতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের টার্গেট ১৩৬

  • |
Google Oneindia Bengali News

শারজার মন্থর উইকেটে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হয়ে দাঁড়াল লো স্কোরিং ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এদিন শুরু থেকেই ঋষভ পন্থের দলকে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে চাপে রেখেছিলেন কেকেআরের বোলার, বিশেষ করে স্পিনাররা। দিল্লির হয়ে সর্বাধিক ৩৬ রান করেন শিখর ধাওয়ান। শিবম মাভির শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। বরুণ চক্রবর্তী নেন দুটি উইকেট।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের টার্গেট ১৩৬

চলতি আইপিএলে দেখা গিয়েছে পাওয়ারপ্লেতে বেশি রান তোলা দলই সিংহভাগ ম্যাচ জিতেছে শারজায়। দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার তাই প্রথম ছয় ওভারকে টার্গেট করেছিলেন। প্রথম ওভারে শাকিব আল হাসান মাত্র এক রান খরচ করেন। ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ১ উইকেটে ৩৮। ৪.১ ওভারে পৃথ্বী শ বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোর হন। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ১২ বলে ১৮। ৭.১ ওভারে ৫০ রান পূর্ণ হয় পন্থের দলের।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের টার্গেট ১৩৬

চোট সারিয়ে এই ম্যাচেই কামব্যাক করা মার্কাস স্টইনিসকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান। ১১.৩ ওভারে স্টইনিস ২৩ বলে ১৮ রান করে শিবম মাভির বলে বোল্ড হন। ১৫তম ওভারের প্রথম বলে বরুণ চক্রবর্তীর বলে শিখর ধাওয়ানের ক্যাচ অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন শাকিব। একটি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৬ রান করেন শিখর। দিল্লির তৃতীয় উইকেট পড়ে ৮৩ রানের মাথায়। ষোড়শ ওভারের দ্বিতীয় বলে ঋষভ পন্থকে প্যাভিলিয়নে ফেরান লকি ফার্গুসন। পন্থ ৬ বলে ৬ রান করেন। দিল্লি ক্যাপিটালসের চতুর্থ উইকেটটি পড়ে ৯০ রানে।

১৭তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে শিমরন হেটমায়ারের ক্যাচ অনবদ্য দক্ষতায় ধরেন শুভমান গিল। তখন দিল্লির রান ৪ উইকেটে ৯৫। তবে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার বলটিকে নো বল জানাতেই জীবন পান ক্যারিবিয়ান ব্যাটার, ফ্রি হিটও পান। তবে বড় শট নিতে পারেননি, এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এই ওভারে বরুণ সাত রান দেওয়ায় তাঁর বোলিং ফিগার দাঁড়ায় চার ওভারে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট। তবে জীবন পাওয়ার পরের ওভারে লকি ফার্গুসনের বলে শিমরন হেটমায়ার দুটি ছক্কা মারেন। ১৮তম ওভারে দিল্লি ১৫ রান তোলায় এই ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১১৪। ১৭.১ ওভারে ১০০ রান পূর্ণ হয়েছিল দিল্লির। ১৯তম ওভারে হেটমায়ার ১০ বলে ১৭ রান করে রান আউট হন ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত থ্রো-য়। দিল্লি ক্যাপিটালসের পঞ্চম উইকেট পড়ে ১১৭ রানে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের টার্গেট ১৩৬

লকি ফার্গুসন চার ওভারে ২৬ রানের বিনিময়ে একটি উইকেট নেন। শিবম মাভি ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট দখল করেন, তাঁর শেষ ওভারে আসে ১৫ রান। এদিনও নাইটদের হয়ে বোলিং ওপেন করেন শাকিব, চার ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। এলিমিনেটরে আরসিবির বিরুদ্ধে চার উইকেট পেলেও এদিন কোনও উইকেট পাননি সুনীল নারিন। ম্যাচের চতুর্থ ওভারে বল করতে এসে ১৪ রান দিয়েছিলেন। কিন্তু পরে কামব্যাক করে পরের তিন ওভারে মাত্র ১৩ রান দেন। তার মধ্যে ১৯তম ওভারে ৬ রান।

English summary
Kolkata Knight Riders Need 136 Runs To Beat Delhi Capitals In IPL 2021 Qualifier-2 In Sharjah. Shikhar Dhawan Top Scorer For DC With His 36 Off 39 Balls As Varun Chakravarthy Bags 2 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X