For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: এই নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

IPL 2022: এই নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

Google Oneindia Bengali News

চলতি আইপিএল-এ ব্যাট হাতে সফল না হলেও উইকেটরক্ষক হিসেবে নজর কেড়েছেন শেলডন জ্যাকসন। ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষকের উইকেটের পিছনে দক্ষতা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক দুই ভূমিকাতেই শেলডনের এই দক্ষতায় মুগ্ধ কলকাতা নাইট রাইডার্সের প্রশিক্ষক ব্র্যান্ডন ম্যাকালাম।

IPL 2022: এই নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক- ব্যাটসম্যান ভুয়োশি প্রশংসা করলেন ম্যাকালাম। এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ ব্যাটহাতে বড় কিছু করে দেখাতে না পারলেও ম্যাকালাম জ্যাকসনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, শেলডনের ব্যাটিং-এর মধ্যে তিনি আন্দ্রে রাসেলের ছাপ দেখতে পান।

স্পোর্টসস্টারের খবর অনুযায়ী, ম্যাকালাম বলেছেন, "দিনে দিনে দক্ষ হয়ে উঠছেন শেলডন জ্যাকসন, কিন্তু আপনার মনে হবে না। শেষ দুই বছরে যে ভাবে ও উন্নতি করেছে তা চোখে পড়ার মতো। খুব কম ক্রিকেটার বলকে অত দূরে পাঠাতে পারে যতটা দূরে পাঠাতে ও পারে।" পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে শেলডনের প্রশংসা নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের বলেছেন, "উইকেটকিপিং স্পিল অসাধারণ। প্রচন্ড দ্রুত রিফ্লেশ রয়েছে এবং ভাল মতো স্পিনটা বোঝে। ও বুঝতে পারে বোলার কী করতে চাইছে। ভাল করার জন্য ও মুখিয়ে থাকে।"

IPL 2022: এই নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

ব্যাটসম্যান হিসেবে জ্যাকসনের প্রশংসা কেকেআর-এর প্রধান কোচের মুখে শোনা গেলেও এখনও পর্যন্ত সে ভাবে ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি তিনি। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিন রানে অপরাজিত ছিলেন শেলডন জ্যাকসন। ওই ম্যাচে রবিন উথাপ্পাকে স্ট্যাম্প আউট করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম বলেই বোল্ড হয়ে প্যাবিলিয়নে ফেরেন এই ক্রিকেটার। তবে, এই ম্যাচে উইকেটের পিছনে ঝকঝকে ছিলেন শেলডন। তিনটি ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং করেন তিনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নাইটদের প্রথম একাদশে সুযোগ পাননি জ্যাকসন। শাহরুখ খানের দলের পরবর্তী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ এপ্রিল। এখন দেখার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যসোসিয়েশনের মাঠেসেই ম্যাচে কেকেআর-এর প্রথম একাদশে সুযোগ পান কি না জ্যাকসন।

English summary
Kolkata Knight Riders head coach Brendon McCullum praises Sheldon Jackson.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X