For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: টস জিতে ফিল্ডিং কলকাতা নাইট রাইডার্সের, কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে কারা?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আবু ধাবিতে টস জিতে। এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০ রানে ম্যাচ হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৫ সাল থেকে শেষ ১৩টি সাক্ষাতে ১২ বারই হেরেছে কেকেআর। গত মরশুমে আবু ধাবিতে দুটি সাক্ষাতের দুটিতেই নাইটদের হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএলের দ্বিতীয়ার্ধে কেকেআর আরসিবি-র বিরুদ্ধে দাপুটে জয় পেলেও পরাজয় দিয়েই অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

টস জিতে ফিল্ডিং কলকাতা নাইট রাইডার্সের, খেলছেন রোহিত

আগের ম্যাচে খেলতে না পারলেও এদিনের ম্যাচে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। যা মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের স্বস্তি এনে দিল। টস জিতে ফিল্ডিং নিয়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। কলকাতা নাইট রাইডার্স প্রত্যাশিতভাবেই উইনিং কম্বিনেশন ভাঙেনি। মুম্বই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা আসায় আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আনমোলপ্রীত সিং। এই ম্যাচেও খেলছেন না হার্দিক পাণ্ডিয়া।

আজকের ম্যাচে জিতলে দুই দলই পয়েন্ট তালিকায় উঠে আসতে পারবে। জিতলে মুম্বই ইন্ডিয়ান্স আরসিবিকে সরিয়ে তিনে উঠে আসতে পারবে। কেকেআর জিতলে রোহিত শর্মাদের সরিয়ে চলে ইয়ন মর্গ্যানরা উঠে আসবেন চারে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের। কলকাতা নাইট রাইর্ডাসের ৬। নাইটদের নেট রান রেট ০.১১০। রাজস্থান রয়্যালসের (-) ০.১৫৪ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মাইনাস (-) ০.০৭১। তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৮ ম্যাচে ১০ পয়েন্ট থাকলেও বিরাটের দলের নেট রান রেট (-) ০.৭০৬।

আজকের ম্যাচে তিনটি ছক্কা মারলে রোহিত শর্মার আইপিএলে ছক্কার সংখ্যা দাঁড়াবে ৪০০। আইপিএলে ৫৫০০ রান করতে রোহিত শর্মার দরকার আর ২০ রান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ১৮ রান প্রয়োজন। এখনও অবধি কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে কারও ১ হাজার রান নেই। রোহিত শর্মা জানিয়েছেন, তিনি পুরো ফিট হয়েই এই ম্যাচ খেলছেন, যা তাঁর ভালো লাগছে। আনমোলপ্রীত আগের ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে তাঁকে বাইরে রাখতে হয়েছে, দলে একটিই পরিবর্তন। রোহিত বলেন, আগের ম্যাচে টার্গেট বড় ছিল না। কিন্তু কিছু সাধারণ বিষয় ঠিকঠাকভাবে মেনে না চলাতেই হারতে হয়েছিল। সেই খামতি মিটিয়ে আজ দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত। কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, আগের ম্যাচে প্রথমে বোলিং করে আমরা জিততে পেরেছি। সেই ফর্মুলাই কাজে লাগাতে চাই। উইকেট দেখেও ভালোই মনে হচ্ছে। তবে আমাদের দলে কোনও আত্মতুষ্টি নেই।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

English summary
Kolkata Knight Riders Have Won The Toss And Elected To Field Against Mumbai Indians In Abu Dhabi. Mumbai Indians Beat KKR In Their First Meeting In IPL 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X