For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আবু ধাবিতে টস জিতে ব্যাটিং নিল কেকেআর, চেন্নাই সুপার কিংসে শুধু একটি পরিবর্তন

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে আবু ধাবিতে টস জিতে ব্যাটিং নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের প্রথম একাদশ অপরিবর্তিত। সিএসকে বিশ্রাম দিয়েছে ডোয়েইন ব্র্যাভোকে, দলে এসেছেন স্যাম কারান। আজ জিতলেই ধোনিরা প্লে অফে জায়গা পাকা করে ফেলবেন। আইপিএলের দ্বিতীয়ার্ধে দুই দলই প্রথম দুটি ম্যাচে জয়লাভ করেছে। এবারের আইপিএলে গ্রুপ লিগে আজই শেষবার দুই বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে টস করতে দেখা গেল। দুই দলেই হেড কোচ রয়েছেন নিউজিল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক, সিএসকে-তে স্টিফেন ফ্লেমিং এবং কেকেআরে ব্রেন্ডন ম্যাকালাম।

আইপিএলে আবু ধাবিতে মুখোমুখি সিএসকে ও কেকেআর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

যে পিচে গতকাল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচ হয়েছিল সেই পিচেই এই ম্যাচটি হতে চলেছে। ফলে মনে করা হচ্ছে গতকাল যেহেতু পিচটি মন্থর ছিল আজও বাইশ গজ তেমনই আচরণ করবে। সিএসকে ও কেকেআর চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে দুশোর উপর রান করেছিল, যা আজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচ শুরুর আগে কেকেআরের নীতীশ রানা বলেছেন, আমাদের অধিনায়ক বলেছেন যেহেতু হারানোর কিছু নেই তাই চাপমুক্ত হয়ে খেলার জন্য। শুরু থেকেই আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলারই পরিকল্পনা ছিল। ভেঙ্কটেশ আইয়ার ও শুভমান গিলের ওপেনিং জুটিও ভালোই ছন্দে রয়েছে। আমার মতে, ভারতীয় ওপেনারদের মধ্যে এটিই সেরা জুটি। আজকের ম্যাচে স্পিনাররা ভালো পারফর্ম করবেন বলেই আশাবাদী নীতীশ।

চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ও ছন্দে রয়েছেন। নিজের ব্যাটিংয়ে খুশি ঋতুরাজ বলেন, সিনিয়রদের কাছ থেকেও অনেক কিছু শিখছি। মহেন্দ্র সিং ধোনির থেকে প্রতিদিনই কিছু না কিছু শেখার থাকে। গরম আর আর্দ্রতার চ্যালেঞ্জ সামলে ভারতের চেয়ে বড় মাঠে মানিয়ে নিয়ে খেলার জন্য প্রস্তুত ঋতুরাজ। দলের ব্যাটিং গভীরতা বাড়ায় আজকের ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ফাফ দু প্লেসিও।

দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে চারবারই জিতেছে চেন্নাই সুপার কিংস। গত বছর আবু ধাবিতেই কেকেআর জিতেছিল ১০ রানে। তবে ফিরতি ম্যাচে দুবাইয়ে নাইটদের ৬ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতেও কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়েছিল সিএসকে। ৯ ম্যাচে সিএসকের পয়েন্ট ১৪। দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। তবে আজ জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে ধোনিবাহিনীর। দিল্লি ক্যাপিটালসের চেয়ে এখনও সিএসকে-র নেট রান অনেক ভালো। ৯ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে কেকেআরের। আইপিএলের দ্বিতীয়ার্ধে প্রথম ম্যাচে আরসিবিকে ৯ উইকেটে হারিয়ে সাত থেকে ছয়ে উঠে এসেছিল কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর সুবাদে নাইটরা চলে এসেছে প্রথম চারে।আজ জিতলে কেকেআর আরসিবিকে নামিয়ে উঠে আসবে তিনে।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন

English summary
Kolkata Knight Riders Have Won The Toss And Elected To Bat First Against Chennai Super Kings In Abu Dhabi. KKR Unchanged, One Change In CSK As Dwayne Bravo Replaced By Sam Curran.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X