
IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নাইট রাইডার্সের
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে একটি পরিবর্তন এনেছেন শ্রেয়স। উইকেটরক্ষক শেলডন জ্যাকসনের পরিবর্তে দলে জয়াগা পেয়েছেন শিবম মাভি। বোলিং লাইনকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন শ্রেয়স।

শেষ দুই ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ হন শেলডন জ্যাকসন। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। শেলডনের পরিবর্তে স্যাম বিলিং উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন।
শুধু কেকেআর-এর দলেই নয় পরিবর্তন এসেছে পাঞ্জাব কিংসেও। সন্দীপ শর্মার পরিবর্তে এই ম্যাচে পাঞ্জাবের জার্সিতে অভিষেক হল দক্ষিণ আফ্রিকার তারকা কাগিসো রাবাডার। গত মরসুমে রাবাডা ছিলেন দিল্লি ক্যাপিটলসে। এই বারের মেগা নিলামের আগে তাঁকে ধরে রাখেনি দিল্লি। নিলাম থেকে এই প্রোটিয়া পেসারকে তুলে নিতে মোটা অঙ্ক খরচ করতে হয়েছিল প্রীতি জিন্টার দলকে।
কলকাতা নাইট রাইডার্স:
অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।
পাঞ্জাব কিংস:
ময়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষ (উইকেটরক্ষক),শাহরুখ খান, ওডেন স্মিথ, রাজ বাওয়া, অর্শদ্বীপ সিং, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহর