For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট, কোথায় হবে বিসিসিআইয়ের বাকি টুর্নামেন্টের খেলাগুলি?

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই করোনা পরিস্থিতির পর এবারই প্রথম সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। অক্টোবরে শুরু সৈয়দ মুস্তাক আলি টি ২০। নভেম্বর মাস থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। দলীপের খেলাগুলি হচ্ছে চেন্নাই, পুদুচেরী, কোয়েম্বাটোর ও সালেমে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-র নক আউট পর্বের খেলা হবে কলকাতায়।

কোথায় হবে বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টের খেলাগুলি?

অক্টোবরের ১১ তারিখ থেকে নভেম্বরের ৫ তারিখ অবধি চলবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। টি ২০ ফরম্যাটে এই টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলাগুলি হবে লখনউ, ইন্দোর, রাজকোট, পাঞ্জাব ও জয়পুরে। এরপর নক আউট পর্বের খেলাগুলি হবে কলকাতায়। ৫০ ওভার ফরম্যাটের বিজয় হাজারে ট্রফির লিগ পর্বের খেলাগুলি হবে মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা ও রাঁচিতে। এরপর আমেদাবাদে হবে নক আউট পর্বের খেলাগুলি। ইডেনে ফ্লাডলাইট সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। লেজেন্ডস লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ হবে কলকাতায়। ইডেনে ফ্লাডলাইট সংস্কারের পর সেটিই হবে নৈশালোকে প্রথম ইভেন্ট। যে বিশেষ ধরনের এলইডি আলোর ব্যবস্থা হয়েছে তাতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে ফ্লাডলাইট জ্বলতে যে সময় নষ্ট হতো তা আর হবে না।

২০২০ সালের পর এই প্রথম ভারতের ঘরোয়া ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট হচ্ছে। দুটি ইরানি কাপের খেলার বন্দোবস্তও করেছে বিসিসিআই। একটি হবে মরশুমের শুরুতে, একটি মরশুমের শেষে। ২০২০ সালের রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে ইরানি কাপে মুখোমুখি হবে অক্টোবরের ১ তারিখ থেকে। খেলা পুরো হবে তা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। মার্চের ১ থেকে ৫ তারিখ অবধি ইরানি কাপের অপর ম্যাচে বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ খেলবে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে। ২০২০ সালে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র ইরানি কাপে খেলতে পারেনি করোনার ঢেউ আছড়ে পড়ায়।

মেয়েদের অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা এবার থেকেই প্রথম চালু করছে বিসিসিআই। খেলাগুলি হবে ২৬ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। বেঙ্গালুরু, রাঁচি, রাজকোট, ইন্দোর, রায়পুর ও পুনেতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাপ্লাই লাইন তৈরিতে এই টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা নেবে বলে আশাবাদী বিসিসিআই কর্তারা। দলীপ ট্রফির খেলাগুলি হবে ৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে রঞ্জি ট্রফির খেলাগুলি হবে ডিসেম্বরের ১২ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোহলি আজ একাধিক নজির গড়তে পারেন, টি ২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স কেমন?কোহলি আজ একাধিক নজির গড়তে পারেন, টি ২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স কেমন?

English summary
Kolkata And Ahmedabad To Host Syed Mustaq Ali Trophy And Vijay Hazare Knockouts Respectively. BCCI Confirms 2 Irani Cup Ties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X