For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ক্রমতালিকা: বিরাটকে টপকাতে পারলেন না উইলিয়ামসন, অনেক এগিয়ে প্রথম দশে লিয়ন

সাম্প্রতিক আইসিসি ক্রমতালিকায় কোহলি, উইলিয়ামসন তাদের অবস্থান পাকা করেছেন এবং লিয়নকে উল্লেখযোগ্য লাভ করেছেন।
 

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের প্রথম ব্য়াটসম্য়ান হিসাবে আইসিসি রেটিং পয়েন্টে কেন উইলিয়ামসন ৯০০-এর গন্ডি পার করেছিলেন। অনেকেই ভেবেছিলেন, তিনি এইবার বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো জায়গায় চলে আসবে। কিন্তু পার্থ টেস্টে শতরান করে বিরাট নিজেকে আরও উঁচুতে নিয়ে গেলেন। ক্রমতালিকায় রইলেন সেই একেই।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আইসিসি তাদের সাম্প্রতিক ক্রমতালিকা প্রকাশ করা র পর দেখা যাচ্ছে একদিকে যেমন টেস্ট ব্য়াটসম্য়ানদের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করেছেন বিরাট ও উইলিয়ামসন, তেমনই লক্ষ্যণীয় উন্নটি ঘটেছে অ্যাঞ্জেলো ম্য়াথুস, নাথান লিয়নদেরও। অ্যাডিলেড টেস্টে ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন লায়ন। পার্থের সবুজ পিচেও তিনি ম্যান অব দ্য ম্যাচ হন। তারই পুরস্কার পেয়েছেন তিনি।

বিরাট কোহলি

বিরাট কোহলি

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানের লড়াকু ইনিংসের জোরে ১৪ পয়েল্ট এগিয়ে বিরাট কোহলি ৯৩৪ পয়েন্টে পৌঁছেছেন। এর আগে কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর ফারাক দাঁড়িয়েছিল ৭ পয়েন্টের। এখন তা বেড়ে হল ১৯ পয়েন্ট।

ভারতের অন্যান্যরা

ভারতের অন্যান্যরা

কোহলির ডেপুটি আজিঙ্কা রাহানেও ২ ধাপ উপরে উঠে ১৫তম স্থানে পৌঁছেছেন। উইকেট রক্ষক পন্থ ১১ দাপ উঠে রয়েছেন কেরিয়ারের সেরা ৪৮তম স্থানে। জোরে বোলার মহম্মদ শামি (২ ধাপ উঠে ২৪তম) ও জসপ্রিত বুমরা (৫ ধাপ উঠে কেরিারের সেরা ২৮তম)-ও বোলারদের ক্রমতালিকায় এগিয়েছেন।

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

ওয়েলিংটনে বুধবারই শেষ হওয়া টেস্টে ৯১ রান করে ব্য়াটসম্য়ানদের তালিকায় ২ নম্বর স্থানে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও ব্যাক্তিগত সেরা ৯১৫ পয়েন্টে পৌঁছেছেন।

অ্যাঞ্জেলো ম্যাথুস

অ্যাঞ্জেলো ম্যাথুস

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৮৩ এবং ১২০*) এবং কুশল মেন্ডিস (১৪১*)। ৮ ধাপ এগিয়ে ব্য়াটস্য়ানদের তালিকায় ম্য়াথুস পৌঁছেছেন ১৬তম স্থানে আর মেন্ডিস ২ ধাপ এগিয়ে ১৮তম স্থানে এসেছেন।

নাথান লিয়ন

নাথান লিয়ন

অ্যাডিলেডের পরে পার্থেও দুর্দান্ত পারফর্ম্যান্সের জোরে নাথান লিয়ন বোলারদের তালিকায় তাঁর কেরিয়ারের সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন। জস হ্য়াজেলউডও দুই ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন প্রথম দশে (নবম)। স্চার্ক একধাপ এগিয়ে আছেন ১৫তম স্থানে।

English summary
Kohli, Williamson cemented their position while Lyon got a significant gain in the latest ICC Rankings. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X