For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে ধোনিকে টপকে বর্ডারকে ছুঁলেন বিরাট, বিস্তারিত জেনে নিন

টেস্টে ধোনিকে টপকে বর্ডারকে ছুঁলেন বিরাট, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ইন্দোর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়েছে ভারত। একই সঙ্গে এক ঝাঁক রেকর্ডের মালিক হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচেই অগ্রজ মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন বিরাট। অস্ট্রেলিয় লেজেন্ড অ্যালেন বর্ডারকেও ছুঁলেন ভিকে।

৩২টি জয়

৩২টি জয়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ৫২ ম্যাচের মধ্যে ৩২টি জিতেছেন বিরাট কোহলি। টেস্ট জয়ের নিরিখে অগ্রজ মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগেই টপকে গিয়েছেন ভিকে ।

বর্ডারকে ছুঁলেন কোহলি

বর্ডারকে ছুঁলেন কোহলি

ইন্দোরে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয় লেজেন্ড অ্যালেন বর্ডারকে ছুঁলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ৯১টি টেস্ট ম্যাচের ৩২টিতে জিতেছিলেন বর্ডার। তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ (১০৯টি ম্যাচের ৫৩টিতে জয়ী)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অজি ও ক্যারিবিয়ান লেজেন্ড স্টিভ ওয়া (৫৭টি ম্যাচের ৫১টিতে জয়ী) ও ক্লাইভ লয়েড (৭৪টি ম্যাচের ৩৬টিতে জয়ী)।

ইনিংসে জয়

ইনিংসে জয়

ইন্দোরকে বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে এটি বিরাট কোহলির দশম টেস্ট ম্যাচ ইনিংসে জিতে ভারতীয়দের মধ্যে সেরা হলেন বিরাট কোহলি।

ধোনির আগে বিরাট

ধোনির আগে বিরাট

অধিনায়ক হিসেবে টেস্টে ৯টি ইনিংস জয় উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (৮টি)। সৌরভ গঙ্গোপাধ্যায় (৭টি) রয়েছেন চতুর্থ স্থানে।

বিশ্বে প্রথম

বিশ্বে প্রথম

সর্বাধিক ইনিংস জয়ের ক্ষেত্রে বিশ্ব তালিকার প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ২২টি টেস্টে ইনিংসে জয় রয়েছে তাঁর নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অজি লেজেন্ড স্টিভ ওয়া (১৪টি)।

English summary
Kohli touch Allan Border and gone past MS Dhoni in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X