For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ বছরের অপেক্ষা শেষে বাইশ গজে প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে কী বললেন শ্রীসন্থ

৭ বছরের অপেক্ষা শেষে বাইশ গজে প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে কী বললেন শ্রীসন্থ

  • |
Google Oneindia Bengali News

সাত বছরের নির্বাসনের পর ফের ক্রিকেটে ফিরতে চলেছেন সান্তাকুমারন শ্রীসন্থ। সেপ্টেম্বরে আয়োজিত রঞ্জি টুর্নামেন্টে কেরালা ক্রিকেট দলে কোচি এক্সপ্রেস শ্রীসন্থকে খেলতে দেখা যেতে পারে। বাইশ গজে এই প্রত্যাবর্তন নিয়েই ওয়ান ইন্ডিয়া হিন্দির সঙ্গে আড্ডা দিলেন শ্রী। দেশের জার্সিতে দুটি বিশ্বকাপের মালিক কী বললেন জেনে নেওয়া যাক।

ওপেনিং ব্যাটসম্যান থেকে পেসার, জার্নি কেমন ছিল বললেন শ্রীসন্থ

ওপেনিং ব্যাটসম্যান থেকে পেসার, জার্নি কেমন ছিল বললেন শ্রীসন্থ

আড্ডার শুরুতেই ক্রিকেট জীবনের শুরুর দিনগুলি নিয়ে কথা বললেন। ওপেনিং ব্যাটসম্যান থেকে পেসার! কেরিয়ারের শুরুতে ওপেনিং ব্যাটসম্যান ছিলেন শ্রী। দশম শ্রেণীতে পড়ার সময় দলের হয়ে ওপেনিং করতেন বলে শ্রীসন্থ আলোচনায় জানিয়েছেন। পরবর্তী সময় তিন নম্বরেও তিনি ব্যাটিং করেছেন। পরে দলের প্রয়োজনে পার্ট টাইম লেগ স্পিনার হয়ে যান। সেই সময় কুম্বলেও শেন ওয়ার্নের স্টাইলে বোলিং করতেন বলে জানিয়েছেন তিনি। এরপর কোচিতে এসে টেনিস বলে ক্রিকেট খেলতে গিয়ে পেস বোলিং শুরু করেন। সেখান থেকে দেশের জার্সিতে দুবার বিশ্বকাপ জিতেছেন শ্রীসন্থ।

দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন শ্রীসন্থ

দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন শ্রীসন্থ

ক্রিকেট নিয়ে আড্ডায় দেশের জার্সিতে দুটি বিশ্বকাপ জেতা নিয়েও মুখ খুললেন শ্রী। কোচি এক্সপ্রেস বলেছেন, 'দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছি, এটা আমার ক্রিকেট থেকে সেরা প্রাপ্তি। এই সুযোগ পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। দুই বিশ্বকাপেই ফাইনাল ম্যাচে প্রথম এগোরো খেলা আমার কাছে আজও খুবই স্মরণীয়।' সঙ্গে শ্রীসন্থ আরও জুড়েছেন, 'সম্ভবত আমিই প্রথম পেসার যে টি-২০ ও ওডিআই দুটি বিশ্বকাপের ফাইনালের এগারো খেলেছি।'

ক্রিকেটে ফেরা নিয়ে আশাবাদী শ্রীসন্থ

আইপিএল স্পটফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে সেই নির্বাসন উঠছে। বাইশ গজে ক্রিকেটে ফিরতে পারবেন ভেবে উচ্ছ্বসিত শ্রী। বললেন 'ক্রিকেটে ফেরার জন্যে দারুণভাবে মুখিয়ে রয়েছি। বল হাতে ছুটে এসে উইকেট নেওয়ার খিদে এখনও আমার মধ্যে রয়েছে। নিজেকে ফিট রেখেছি। এখন শুধুই সুযোগের অপেক্ষা।'

ফ্যানদের জন্য শ্রীসন্থের বার্তা

ফ্যানদের জন্য শ্রীসন্থের বার্তা

সবশেষে ফ্যানেদের জন্য অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন শ্রীসন্থ। ফ্যানেদের স্বাস্থ্য সচেতন হতে বলেছেন ভারতীয় পেসার। শ্রীসন্থ বলেন, 'করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন হন। শরীরকে মন্দিরের মতো ভেবে দেখুন। শরীর মন্দিরের মতো, স্বাস্থ্যই সম্পদ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।'

English summary
Kochi Express S Sreesanth express on his dream to return in cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X