For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

  • |
Google Oneindia Bengali News

সীমান্ত সমস্যার জেরে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। পরিবর্তে কেবল এ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা ড্রিম ইলেভেন। এই সংস্থার সঙ্গেও কী চিনের কোনও যোগাযোগ রয়েছে, মালিক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, তা দেখে নেওয়া যাক।

আদিত্যনাথকে নিয়ে অপমানসূচক মন্তব্য

আদিত্যনাথকে নিয়ে অপমানসূচক মন্তব্য

শিরিস নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, গুণ্ডাকে মুখ্যমন্ত্রী বানালে যা হয়, দাউদ ইব্রাহিমকে সিবিআই ডিরেক্টর বানালে তাই হয়, আর বিজয় মালিয়াকে আরবিআই গর্ভনর বানালেও তাই হয়। উল্লেখ্য, নাম না করলেও এই টুইটের মাধ্যমে তিনি যোগী আদিত্যনাথকেই উদ্দেশ্য করেছেন বলে মত সমালোচকদের।

সংস্থার বিবরণ

সংস্থার বিবরণ

ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন কোনও চিনা সংস্থা নয়। বরং নিখাদ ভারতীয় সংস্থা। ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছিল ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। ২০১৭ সালে সংস্থার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হলেও তা থেকে ছাড় পায় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা।

টুইটারে ট্রোল

টুইটারে ট্রোল

শিরিসের এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা হয়েছে টুইটার জুড়ে। একের পর এক ট্রোল ও হাস্যকৌতূকে ভরে গিয়েছে শিরিষের টুইটার পোস্টটি।

ড্রিম ইলেভেনের বিনিয়োগকারী

ড্রিম ইলেভেনের বিনিয়োগকারী

এখানেই ড্রিম ইলেভেনের সঙ্গে জুড়ে যাচ্ছে চিনের যোগ। জানা গিয়েছে, স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো সংস্থা ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে। সেগুলি চিনা ফার্ম বলেই জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও চিনা যে চিনা সংস্থা, তা আর জানতে কারও বাকি নেই।

কী বলল স্যোসাল মিডিয়া?

কী বলল স্যোসাল মিডিয়া?

শিরিসের বক্তব্যকে ঘিরে, কোনওভাবেই শিরিসকে ছেড়ে কথা বলছে না টুইটার। কেউ কেউ শিরিসের পোস্টে বলেছেন, শিরিস মানসিক বিকারের শিকার। কেউ বা শিরিসের সঙ্গে কেআরকে-এর অর্থাৎ কামাল রাশিদ খানের তুলনা করেছেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ড্রিম ইলেভেনেপ সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি। তিনি ছাড়া ইংল্যান্ডের উইকেটরক্ষক জোস বাটলার, জনি বেয়ারস্টো, অল-রাউন্ডার বেন স্টোকস, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা, ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও এই ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার সঙ্গে জুড়ে গিয়েছেন।

লাগামছাড়া মন্তব্য সোস্যাল মিডিয়ায়

লাগামছাড়া মন্তব্য সোস্যাল মিডিয়ায়

শিরিসের এই বিতর্কিত পোস্টে , এক টুইটার ব্যবহারকারী শিরিস ও ফারহার ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করেন।ব্যবহারকারী বলেন, " ফারহা খান টাকা রোজগার করেন, তাই তাঁর স্বামী শিরিসের কোনও কাজ কম্ম নেই।"

আর কোন কোন ইভেন্টে বিনিয়োগকারী ড্রিম ইলেভেন

আর কোন কোন ইভেন্টে বিনিয়োগকারী ড্রিম ইলেভেন

আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল, ন্যাশনাল বাস্কেটবল লিগ বা এনবিএ, প্রো কবাডি লিগের বিনিয়োগকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে ড্রিম ইলেভেন।

শাহরুখের কাছে মার খেয়েছিলেন শিরিস

শাহরুখের কাছে মার খেয়েছিলেন শিরিস

শিরিস কুন্দরের এই নতুন বিতর্ক , ফের একবার সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করিয়ে দেয় তাঁর সঙ্গে শাহরুখ খানের মারপিটের কথা। প্রসঙ্গত, কয়েকবছর আগে , সঞ্জয় দত্তের এক পার্টিতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে শাহরুখ চড় মারেন শিরিসকে। পরে ফারহা খানের মধ্যস্থতায় বহুদিন বাদে সমস্যার মিটমাট হয়।

সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট, দুই দলের সম্ভাব্য একাদশসিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট, দুই দলের সম্ভাব্য একাদশ

English summary
Knowing about IPL 2020 title sponsor Dream11, who is their brand ambassador
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X