For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: স্টইনিসের বিরুদ্ধে শেষ ওভারে ১৫ রান বাঁচানো এই কুলদীপ সেন কে? জেনে নিন তাঁর সম্পর্কে বিস্তারিত

IPL 2022: স্টইনিসের বিরুদ্ধে শেষ ওভারে ১৫ রান বাঁচানো এই কুলদীপ সেন কে? জেনে নিন তাঁর সম্পর্কে বিস্তারিত

Google Oneindia Bengali News

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ১৫ রান। বল হাতে দলকে জেতানোর গুরু দায়িত্ব ছিল তরুণ ক্রিকেটার কুলদীপ সেনের উপর। বয়স কম হলেও নার্ভের উপর নিয়ন্ত্রণ রেখে শেষ ছয় বলে মাত্র ১১ রান খরচ করেন কুলদীপ। মোট ৪ ওভারে ৩৫ রান খরচ করে একটি উইকেটও পান তিনি। গোটা ম্যাচেই ভরসা দিয়েছেন তিনি।

IPL 2022: স্টইনিসের বিরুদ্ধে শেষ ওভারে ১৫ রান বাঁচানো এই কুলদীপ সেন কে? জেনে নিন তাঁর সম্পর্কে বিস্তারিত

ম্যাচের শেষে রাজস্থান রয়্যালসের তারকা ট্রেন্ট বোল্ট তরুণ পেসারের প্রশংসায় বলেছেন, "ছেলেটা দারুণ। অন্তর দিয়ে বল করে ও। চাপের মধ্যে পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পেরেছে এবং এই ধরনের অভিজ্ঞতা থেকেই পরিণত হবে।"

মধ্যপ্রদেশের হরিহরপুরের রেওয়া জেলা থেকে উঠে এসেছেমন কুলদীপ সিং। কুলদীপের বাবা রামপাল সিং ছোট একটা সেলুন চালান। প্রথমদিকে কুলদীপের প্রতিভা নজর টানে স্থানীয় কোচেদের। পাঁচ ভাই-বোনের মধ্যে তিন সন্তান কুলদীপ আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন। কুলদীপ যাতে তাঁর স্বপ্নকে সত্যি করার দিকে এগিয়ে যেতে পারে, অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য যেই অ্যাকাডেমিতে তিনি অনুশীলন করতেন সেই শিক্ষাকেন্দ্র তাঁর মাসিক বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

IPL 2022: স্টইনিসের বিরুদ্ধে শেষ ওভারে ১৫ রান বাঁচানো এই কুলদীপ সেন কে? জেনে নিন তাঁর সম্পর্কে বিস্তারিত

মধ্যপ্রদেশের প্রাক্তন অধিনায়ক দেবেন্দ্র বুন্দেলা বলেছেন, "ওর উচ্চতা ভাল এবং খুব ভাল ইন সুইঙ্গার ডেলিভরি করতে পারে এবং ফিটনেসর দিক থেকে ও অত্যন্ত সচেতন। নির্ধারিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে কার্যকরী হতে উঠতে পারার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। ছয় মারতে পারে ও। আইপিএল-এ ভাল পারফর্ম করার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।"

প্রথম শ্রেণির ক্রিকেটে কুলদীপের অভিষেক থেকে তাঁকে দেখা দেবেন্দ্র আরও বলেন, "নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্বত্তেও নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রচুর পরিশ্রম করেছে ও। আউট সুইং দারুণ করতে পারে এবং উচ্চতার কারণে ভাল বাউন্সও পায়। ঘরোয়া ক্রিকেটে যা ওকে অনেকটা সাহায্য করেছে।"

মধ্যপ্রদেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন কুলদীপ সেন। ১৬ ম্যাচে ৪৪টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। চারটি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। টি-২০ ক্রিকেটে ১৮ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন কুলদীপ। লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে দীপক হুডাকে বোল্ড করেন কুলদীপ। এটিই আইপিএল-এ তাঁর প্রথম উইকেট।

English summary
Know about the youngster Kuldeep Sen who defended 15 runs against LSG in last over and give a win to his team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X