For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি-কোহলির থেকে প্রাপ্ত শিক্ষাই সম্বল অধিনায়ক রাহুলের, প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম ১১ কেমন?

  • |
Google Oneindia Bengali News

লোকেশ রাহুলের নেতৃত্বে কাল পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। বিরাট কোহলি-সহ যাঁরা ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তাঁরা ওয়ান ডে সিরিজ খেলবেন গত মার্চের পর। শিখর ধাওয়ানের নেতৃত্বে ও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজটি জিতেছিল। দক্ষিণ আফ্রিকাতেই কেরিয়ারের বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন শিখর ধাওয়ান।

 প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম ১১ কেমন?

(ছবি- বিসিসিআই টুইটার)

ভারতের টি ২০ আন্তর্জাতিক দলে শিখর ধাওয়ানের জায়গাটি এখন চলে গিয়েছে লোকেশ রাহুলের দখলে। রাহুল আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ওপেনই করবেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের চারটি টি ২০ আন্তর্জাতিক খেলার কথা ছিল। কিন্তু ওমিক্রন সংক্রমণ ছড়়ানোর জেরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়। সে কারণে কোপ পড়ে টি ২০ সিরিজের উপর। টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে কিছুটা মানরক্ষা করতে চাইছে মেন ইন ব্লু। ২০১৮ সালে বিরাট কোহলির ভারত দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতেছিল ৫-১ ব্যবধানে।

২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে চলতি বছর ভারত হাতেগোনা একদিনের ম্যাচ খেলবে। তাই ৫০ ওভারের বিশ্বকাপের রূপরেখা ঠিক করতেও কার্যকরী হতে চলেছে প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজ। শক্তির নিরিখে ভারত এগিয়ে থাকবে। একঝাঁক ক্রিকেটার রয়েছেন অভিষেকের অপেক্ষাতেও। রাহুল বলেছেন, দলের প্রয়োজনে চার বা পাঁচেও ব্যাট করেছি। তবে রোহিত নেই, তাই আমি এখানে ওপেন করব। খুব বেশি পরিকল্পনা বা টার্গেট ঠিক করে আমি নামি না। একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই, একই মনোভাব বজায় রাখব অধিনায়কত্বের ক্ষেত্রেও। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো গ্রেট ক্যাপ্টেনদের অধীনে খেলে যা শিখেছি, সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই ভারতীয় দল ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং অধিনায়ক হিসেবেও নিজেকে উন্নত করাই লক্ষ্য।

লোকেশ রাহুল ইঙ্গিত দিয়েছেন পার্লের বোল্যান্ড পার্কে দুই স্পিনার নিয়ে নামারও। এই মাঠের বাউন্ডারি ছোট, ফলে বড় রান যেমন ওঠার সম্ভাবনা রয়েছে, তেমনই সাহায্য পাবেন স্পিনাররাও। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ারের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হতে চলেছে। শিখর ধাওয়ানও অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে। এখানকার ব্যর্থতা তাঁর কেরিয়ারে যবনিকা টেনে দিতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর বা ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

English summary
KL Rahul Will Open Innings In ODIs Against South Africa. According To Rahul, He Has Learnt A Lot From MS Dhoni And Virat Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X