For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে খেলছেন বিরাট কোহলি, সহ অধিনায়ক রাহুল, রোহিতের দলে রয়েছেন কারা?

Google Oneindia Bengali News

এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হলো আজ। ২৭ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। খেলাগুলি হবে দুবাই ও শারজায়। টি ২০ ফরম্যাটে হবে এবারের টুর্নামেন্ট। ফিট হয়ে ভারতীয় দলে সহ অধিনায়ক হয়েই ফিরলেন লোকেশ রাহুল। বিরাট কোহলিও এশিয়া কাপে খেলছেন। তবে চোটের কারণে দলে রাখা হয়নি হর্ষল প্যাটেল ও জসপ্রীত বুমরাহকে।

চমক নেই

চমক নেই

ঘোষিত ১৫ সদস্যের দলে তেমন কোনও চমক নেই। তবে মনে করা হচ্ছিল, দীপক চাহার ভারতীয় দলে থাকবেন। চোট সারিয়ে তিনি এখন ফিট। জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজের দলেও তাঁকে রাখা হয়েছিল। হর্ষল ও বুমরাহ যেখানে চোটের কারণে এশিয়া কাপের দলে নেই সেখানে চাহারের টি ২০ দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকলেও তাঁকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। শ্রেয়স আইয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেও বিরাট কোহলি, লোকেশ রাহুল দলে ফেরায় প্রথম ১৫ জনের দলে ঠাঁই পাননি। হার্দিক পাণ্ডিয়াকে সহ অধিনায়ক করা হবে বলে যে জল্পনা চলছিল তাতেও আপাতত ইতি পড়ল রাহুল সহ অধিনায়ক হিসেবেই কামব্যাক করায়।

কারা এলেন, কারা বাদ পড়লেন

কারা এলেন, কারা বাদ পড়লেন

এশিয়া কাপের দল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের সঙ্গে রবি বিষ্ণোইয়ের উপর আস্থা রাখা হয়েছে। অক্ষর প্যাটেল গতকাল তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেও তিনি এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন। কুলদীপ যাদব বাদ পড়লেন। ফলে বোঝাই যাচ্ছে, টি ২০ বিশ্বকাপে কুল-চা জুটিতে আস্থা রাখছেন না নির্বাচকরা। তবে এশিয়া কাপের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে যে রদবদল হবে না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু এশিয়া কাপ থেকেই মোটামুটিভাবে ভারতের একাদশ চূড়ান্ত হয়ে যাবে। দলে জায়গা পাননি সঞ্জু স্যামসনও। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রয়েছেন দীনেশ কার্তিক। এরই মধ্যে বুমরাহ ও হর্ষলের রিহ্যাব চলবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে।

এশিয়া কাপের ফরম্যাট

এশিয়া কাপের ফরম্যাট

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ১০টি ম্যাচ হবে দুবাইয়ে, তিনটি শারজায়। ভারত, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী একটি দল থাকছে গ্রুপ এ-তে। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর দুই গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সেখানেও একে অপরের বিরুদ্ধে দলগুলি খেলবে। এরপর প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল যাবে ফাইনালে। আর তাতেই ভারত-পাকিস্তান দ্বৈরথ তিনবার হওয়ার সম্ভাবনা। প্রথম ভারত-পাক ম্যাচ হবে ২৮ অগাস্ট।

নজরে কোহলি

নজরে কোহলি

নজর থাকবে বিরাট কোহলির দিকে। তিনি একেবারেই ফর্মে নেই। গত টি ২০ বিশ্বকাপের পর থেকে তিনি মাত্র চারটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ১৯টিতে বিশ্রাম নিয়েছেন। এই চার ম্যাচে বিরাট ৮১ রান করেছেন। গড় ২০, স্ট্রাইক রেট ১২৮.৫৭। ইংল্যান্ডে টি ২০ ম্যাচে ১ ও ১১ রানে আউট হয়েছিলেন। তার আগে আইপিএলে বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২২.৭৩ গড় ও ১১৬ স্ট্রাইক রেট রেখে ৩৪১ রান করেছিলেন। তবে বিরাটকে খারাপ সময়ে পর্যাপ্ত সময় দিতে চাইছেন বিসিসিআই কর্তারা ও টিম ম্যানেজমেন্ট। যত দ্রুত বিরাট চেনা ছন্দে ফেরেন সেটাই দলের পক্ষে মঙ্গল।

১৫ জনের দল

১৫ জনের দল

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান

জসপ্রীত বুমরাহ ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে, টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেল ভারতজসপ্রীত বুমরাহ ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে, টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেল ভারত

English summary
Indian Squad For Asia Cup Has Been Announced. KL Rahul Comes Back As Vice Captain, Virat Kohli Returns.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X