For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর তিন ম্যাচে ব্যর্থতার পর কী ভাবে এই প্রত্যাবর্তন, রানে ফেরার পর যা বললেন কে এল রাহুল

পর পর তিন ম্যাচে ব্যর্থতার পর কী ভাবে এই প্রত্যাবর্তন, রানে ফেরার পর যা বললেন কে এল রাহুল

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের শুরুটা প্রত্যাশিত মতো না হলেও ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন কে এল রাহুল। সুপার ১২-এর শেষ দুই ম্যাচে দু'টি অর্ধ-শতরান করেছেন এই ভারতীয় ওপেনার। প্রথম তিন ম্যাচে প্রত্যাশিত রান না এলেও নিজের উপর বিশ্বাস অটুট ছিল জানিয়েছেন রাহুল।

সুপার ১২-এ প্রথম তিন ম্যাচে কে এল রাহুলের পারফরম্যান্স:

সুপার ১২-এ প্রথম তিন ম্যাচে কে এল রাহুলের পারফরম্যান্স:

সুপার ১২-এ প্রথম তিন ম্যাচের একটিতেও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি কে এল রাহুল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেন ৪ রান, দ্বিতীয় ম্যাচে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ৯ রানে আউট হন, তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্যাভিলিয়নে ফেরেন ৯ রানে। পরের পর ম্যাচে ব্যর্থতার কারণে সমর্থকদের রোষের মুখেও পড়তে হল কে এল রাহুলকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ারও দাবি ওঠে। সংবাদমাধ্যম এবং মিডিয়ার কড়া নজরের মধ্যেও রাহুলের অটুট বিশ্বাস ছিল নিজের উপর।

বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক:

বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক:

পর পর তিন ম্যাচে ব্যর্থতার কারণে যখন সমালোচিত হচ্ছেন কে এল রাহুল তখন নিজের উপর বিশ্বাস এবং দক্ষতার উপর ভরসার ফল পেয়েছেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ছন্দ বজায় রাখেন সুপার ১২-এর শেষ ম্যাচেও। জিম্বাবোয়ের বিরুদ্ধে করেন ৫১ রান। ৩৫ বলে ৫১ রানের এই ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৩টি চার এবং ৩টি ছয় দিয়ে। ১৫৬-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

নিজের উপর ভরসা ছিল, জানিয়েছেন রাহুল:

নিজের উপর ভরসা ছিল, জানিয়েছেন রাহুল:

ভারতের ইনিংসের শেষে সাক্ষাৎকার দেওয়ার সময়ে কে এল রাহুল বলেছেন, "আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রতিযোগীতায় খেলতে এসেছিলাম আমি। কিছ ভাল ইনিংস খেলেছিলাম। এমনকী প্রস্তুতি ম্যাচেও আমার ব্যাটে বলে ভাল সংযোগ হচ্ছিল। ফলে প্রথম ২-৩ ম্যাচে পারফর্ম করতে না পারায় নিজের উপর কখনও সন্দেব করিনি। টি-২০ ক্রিকেটে চান্স নিতেই হয় শুরুর দিকে। ভরসা ছিল নিজের উপর। ভাল স্টার্ট পাওয়ার পর নিশ্চিত করতে হয় যাতে ইনিংসটা লম্বা খেলা যায়। এখনও পর্যন্ত ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেটে আমরা খেলেছি। দারুণ ভাবে বল আসছে ব্যাটে, একটু পেসও রয়েছে উইকেটে। ১৮৬ ভাল রান।"

জিম্বাবোয়ের বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্তসার:

জিম্বাবোয়ের বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্তসার:

সুপার ১২-এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেমিফাইনালে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৬/৫ রান তোলে ভারত। ২৫ বলে অপরাজিত ৬১ রান করেন সূর্যকুমার যাদব। ৫১ রান করেন কে এল রাহুল। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২৬ রান। জিম্বাবোয়ের হয়ে দুই উইকেট নেন সিন উইলিয়ামস, একটি করে উইকেট নেন রিচার্ড নগারাভা, ব্লেসি মুজারাবানি এবং সিকান্দার রাজা।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১১৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। জিম্বাবোয়ের হয়ে ৩৫ রান করেন রায়ান ব্রুল এবং ৩৪ রান করেন সিকান্দার রাজা। ভারতের হয়ে তিনটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন, দু'টি করে উইকেট পান মহম্মদ শামি এবং হার্দিক পাণ্ডিয়া, একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল।

টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের, সেমিফাইনালে রোহিত-বিরাটদের প্রতিপক্ষ ইংল্যান্ডটি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের, সেমিফাইনালে রোহিত-বিরাটদের প্রতিপক্ষ ইংল্যান্ড

English summary
KL Rahul said he never started doubting himself after three bad outing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X